জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে নিসচা সিলেট মহানগরের লিফলেট বিতরণ ও ট্রাফিক ক্যাম্পিং অনুষ্ঠিত

প্রকাশিত: ২:২৭ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০২৩ | আপডেট: ২:২৭:অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০২৩

২২শে অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট মহানগর শাখার পক্ষ থেকে মহানগরীতে মাসব্যাপি কর্মসূচীর অংশ হিসেবে লিফলেট বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (০৩ অক্টোবর) দুপুরে নগরীর চৌহাট্টা পয়েন্টে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ ও ট্রাফিক ক্যাম্পিং অনুষ্ঠিত হয়।

সিলেট মহানগর শাখার সভাপতি রোটা: এম ইকবাল হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের সঞ্চালনায় উপস্থিত ছিলেন এসএমপি ট্রাফিক সার্জন ইবনে মিজান, সহ-সভাপতি কামরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক ডা:লোকমান হেকিম, অর্থ সম্পাদক মোকছুদুর রহমান চৌধুরী, প্রচার সম্পাদক আহসান হাবীব, সদস্য মো: আবু জাবের, জিল্লুর রহমান সুজা, মাহবুব হাসান, মো: নুর আলী, তৌরিছ মিয়া প্রমুখ।