
মোঃআলমগীর আলমঃ সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ১০ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোস্তফা কামাল বিভিন্ন এলাকায় গণসংযোগ অব্যাহত রেখেছেন।
সোমবার (১২জুন)১০নং ঘাসিটুলা,মজুমদার পাড়া, কানিশাইল এলাকায় গণসংযোগ করেন।
এসময় তিনি ভোটারদের সঙ্গে এলাকার বিভিন্ন সমস্যা, সুবিধা-অসুবিধা নিয়ে কথা বলেন এবং তিনি নির্বাচিত হলে এসব সমস্যা সমাধানে আপ্রাণ চেষ্টা চালাবেন বলে জানান। সেই সঙ্গে এলাকার শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়ার উন্নয়ন ও যুবসমাজের কল্যাণে কাজ করবেন বলে ভোটারদের আশ্বস্ত করেন।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট মুরব্বিয়ান ও যুব সমাজের নেতৃবৃন্দ।