
মোঃ আলমগীর আলম:সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ১০ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী গোলাম কিববিয়া মাসুক ওয়ার্ডে গণসংযোগ অব্যাহত রেখেছেন তাকে নির্বাচিত করার জন্য ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন।
মঙ্গলবার(১৩জুন)১০ নং ওয়ার্ডের কলাপাড়া,ডহর, মোল্লাপাড়া,ঘাসিটুলা বেতবাজার এলাকায় গণসংযোগ করেন।
এসময় তিনি ভোটারদের সঙ্গে এলাকার বিভিন্ন সমস্যা, সুবিধা-অসুবিধা নিয়ে কথা বলেন এবং তিনি নির্বাচিত হলে এসব সমস্যা সমাধানে আপ্রাণ চেষ্টা চালাবেন বলে জানান। সেই সঙ্গে এলাকার শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়ার উন্নয়ন ও যুবসমাজের কল্যাণে কাজ করবেন বলে ভোটারদের আশ্বস্ত করেন।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন- সমাজসেবী ইকবাল,কামাল,শাহজাহান,আদিল,মাসুম, বাবুল,লুকু,বাবু,প্রমুখ।