উইমেন্স মডেল কলেজের সাফল্য ধারা অব্যাহত

প্রকাশিত: ৭:৪৩ অপরাহ্ণ, |                          

সিলেটের প্রথম বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর মহিলা কলেজ উইমেন্স মডেল কলেজ প্রতিবারের ন্যায় এবারও এইচএসসি পরীক্ষায় সাফল্যের ধারা অব্যাহত রেখেছে। এ বছর ১৯১ জন পরীক্ষার্থীর মধ্যে ২৪ টি A+, ১০১ টি A সহ ৯৪% ফলাফল অর্জন করেছে। আজ দুপুর ১২:০০ ঘটিকায় কলেজ অধ্যক্ষ জনাব আব্দুল ওয়াদুদ তাপাদার সহকর্মীদের নিয়ে যখন ফলাফল ঘোষণা করেন তখন শিক্ষার্থীদের বাঁধ ভাঙ্গা উচ্ছ্বাস আর করতালি এক আনন্দঘন উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। শিক্ষার্থীরা ড্রাম-ঢোল বাজিয়ে নেচে গেয়ে উৎসবে মেতে ওঠে। কলেজ অধ্যক্ষ ফলাফল ঘোষণার সময় কলেজের এই ফলাফলের জন্য মহান রাব্বুল আলামীনের কাছে শোকরিয়া আদায় করেন এবং যাদের অক্লান্ত পরিশ্রম ও আন্তরিকতায় কলেজের অগ্রযাত্রা অব্যাহত রয়েছে সে সকল সহকর্মী শিক্ষকদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি উইমেন্স মডেল কলেজের পরিচালনা পর্ষদ সহ ইএসডি ফাউন্ডেশনের সম্মানিত ট্রাস্টিদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন। এসময় তিনি উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের ধন্যবাদ জানান এবং ইউনিভার্সিটি/মেডিকেলের জন্য প্রস্তুতি গ্রহণের আহ্বান জানান। ফলাফল ঘোষণার পরপর কলেজ অধ্যক্ষ সহ শিক্ষকরা শিক্ষার্থীদের মিষ্টিমুখ ও ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
উল্লেখ্য এ বছর মোট ১৯১ জন পরীক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান বিভাগে ১১০ জন অংশগ্রহণ করে ১৯ জন A+, ৬৭ জন A, ১৪ জন A- এবং ২ জন B গ্রেড পেয়ে উত্তীর্ণ হয়। মানবিক বিভাগে ৭৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ৫ জন A+, ৩০ জন A, ২২ জন A-, ১১ জন B এবং ২ জন C গ্রেড পেয়ে উত্তীর্ণ হয়। ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ৪ জন A এবং ৩ জন A- গ্রেড পেয়ে উত্তীর্ণ হয়।