সিলেটে নারী এশিয়া কাপে বাংলাদেশের বিপক্ষে শ্রীলংকার জিত

প্রকাশিত: ১০:০০ অপরাহ্ণ, |                          

স্টাফ রিপোর্টারঃ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট ম‍্যাচে নারী এশিয়া কাপে বৃষ্টি বাংলাদেশের বিঘ্নিত ম্যাচে শ্রীলংকা কাছে হেরেছে বাংলাদেশ নারী দল। এই হারে টুর্নামেন্টের সেমিফাইনালে যাওয়ার রাস্তা কঠিন হয়ে গেল স্বাগতিকদের। বৃষ্টি আইনে জয়ের জন্য বাংলাদেশ নারী দলের টার্গেট ছিল ৭ ওভারে  ৪২ বরান। অর্থাৎ দশ উইকেট হাতে নিয়ে ওভারপ্রতি তুলতে হবে ৭ রান করে। শেষ দুই ওভারে সমীকরণ ছিল ১২ বলে প্রয়োজন ১৫ রান, হাতে তখনও আট উইকেট! সেই ম্যাচটা কিনা হারল বাংলাদেশ নারী ক্রিকেট দল! পুর্বের ম‍্যাচে থাইল্যান্ডের মেয়েরা পাকিস্তানি মেয়েদের হারিয়ে দেওয়াতে বাংলাদেশের সেমিফাইনালে যাওয়ার রাস্তা কঠিন হয়ে পড়েছে। থাই মেয়েদের সঙ্গে সেমির লড়াইয়ে নামতে হচ্ছে স্বাগতিকদের। আজ শ্রীলংকার বিপক্ষে জিতলে সেই লড়াইয়ে অনেকটাই এগিয়ে থাকত বাংলাদেশ। নিগার সুলতানা জ্যোতির দল সে পথে অনেকটা এগিয়েও গিয়েছিল। কিন্তু এক ওভারে চার উইকেট হারিয়ে শেষ পর্যন্ত হতাশার হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে বাংলাদেশকে। ইনোকা রানাবীরার স্পিনে বাংলাদেশি মেয়েরা যেন স্রেফ আত্মসমর্পণ করল! ১২ বলে ১৫ রান প্রয়োজন, সমীকরণ যখন এমন তখন বোলিংয়ে আসেন ইনোকা রানাবীরা। ইনিংসের ওই ষষ্ঠ ওভারে মাত্র তিন রান খরচায় বাংলাদেশের চারজন ব্যাটারকে ফিরিয়েছেন তিনি। যাতে শেষ ওভারে প্রয়োজন ছিল ১২ রানের। শেষ ওভারে আরও এক উইকেট হারিয়ে ৭ রানের বেশি তুলতে পারেনি বাংলাদেশ। ৭ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩৭ রানে থেমেছে বাংলাদেশের ইনিংস। বৃষ্টি আইনে শ্রীলংকা জয় পেয়েছে ৩ রানের।এর আগে দারুণ বোলিং করেছে বাংলাদেশ। শ্রীলংকার ব্যাটিং স্তম্ভ চামারি আতাপাত্তুকে দ্বিতীয় ওভারেই ফিরিয়ে শুরুতেই বড় ধাক্কা দেয় বাংলাদেশ। দ্বিতীয় ওভারের শেষ বলে পেসার জাহানারা আলমের বলে সরাসরি বোল্ড হয়েছেন আতাপাত্তু। এরপর জ্বলে উঠে স্পিন ডিপার্টমেন্ট। অভিজ্ঞ সালমা খাতুন রানের চাকা টেনে ধরেছিলেন। রুমানা আহমেদ ও সানজিদা আক্তার মেঘলারা রানের চাকা টেনে ধরার পাশাপাশি নিয়মিত উইকেটও তুলে নিয়েছেন। লংকানদের স্কোর একশ পর্যন্ত পৌঁছাবে বলে মনে হচ্ছিল না। আসলেই পৌঁছাত কিনা সেটা নিশ্চিত হতে দেয়নি প্রাকৃতি। শ্রীলংকা ইনিংসের ১৮.১ ওভারে বৃষ্টির হানা। লংকানদের রান তখন ৮৩। অনেকক্ষণ পর খেলা শুরু হলেও শ্রীলংকার আর ব্যাটিংয়ে নামা হয়নি। বৃষ্টি আইনে বাংলাদেশের টার্গেট দাঁড়ায় ৭ ওভারে ৪১ রান। বাংলাদেশের পক্ষে রুমানা ১৪ রানে দুই উইকেট নিয়েছেন। একটি করে উইকেট নিয়েছেন ফাহিমা খাতুন, সানজিদা আক্তার ও জাহানারা আলম।