এশিয়া কাপ নারী ক্রিকেটে উদ্ভোধনি ম‍্যাচে বাংলাদেশের জয়

প্রকাশিত: ১১:৪৬ অপরাহ্ণ, |                          

স্টাফ রিপোর্টারঃশনিবার দিনের প্রথম খেলা সকাল ৯টায় ও দ্বিতীয় খেলা দুপুর দেড়টায় অনুষ্ঠিত হয়।
গ্রিন গ্যালারির এ স্টেডিয়ামে টি-টুয়েন্টি সংস্করণে অনুষ্ঠিত এবারের নারী এশিয়া কাপের প্রথম খেলায় অংশ নেয় বাংলাদেশ ও থাইল্যান্ড। বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ দাপট দেখিয়ে ম্যাচ জয় করে। টসে জিতে প্রতিপক্ষকে ব্যাট করার আমন্ত্রণ জানান বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। প্রথমে ব্যাট করতে নেমে ১৯.৪ ওভারে ৮২ রানে অলআউট হয় থাইল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ ৮.২ ওভার হাতে রেখে ৯ উইকেটের বিশাল জয়ে এবারের এশিয়া কাপ শুরু করল চ্যাম্পিয়নের মতোই। বাংলাদেশের হয়ে দলের ওপেনার শামিমা সুলতানা ৩০ বলে ১০ চারের বিনিময়ে ৪৯ রানের বিধ্বংসী ইনিংস খেলে ম্যাচসেরার পুরস্কার তুলেন।
দিনের দ্বিতীয় খেলা দেড়টায় মাঠে নামে ভারত ও শ্রীলঙ্কা। দাপট দেখিয়ে লঙ্কানদের হারায় ভারতীয় নারী ক্রিকেট দল। টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা নারী দলকে ১৫১ রানের টার্গেট দেয় ভারত। আগে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে তারা সংগ্রহ করে ১৫০ রান। জবাবে ব্যাট করতে নেমে ১০৯ রানের বেশি করতে পারেনি শ্রীলঙ্কা। ওয়ান ডাউনে নামা ভারতীয় ব্যাটার জেমিমাহ রদ্রিগেজ বিধ্বংসী ব্যাটিংয়ের কারণে ম্যাচ সেরার পুরস্কার জেতেন। তিনি ৫৩ বলে ১১ চার ও ১ ছয়ে ৭৬ রান করেন।
আরেকটি বিষয় প্রচণ্ড গরম উপেক্ষা করে সিলেটের মাঠে বাংলাদেশের খেলা দেখতে সকাল থেকেই গ্যালারিতে দেখতে আসেন প্রচুর দর্শক।