সিলেটের সময় পত্রিকায় নির্বাহী সম্পাদক পদে পদোন্নতি পেলেন ফারহানা বেগম হেনা

প্রকাশিত: ১১:০৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০২২ | আপডেট: ১১:০৫:অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০২২

নিজস্ব প্রতিনিধিঃ জনপ্রিয় অনলাইন পত্রিকা সিলেটের সময় এর নির্বাহী সম্পাদক পদে পদোন্নতি পেলেন সাংবাদিক ফারহানা বেগম হেনা।তিনি দীর্ঘ দিন থেকেই সাংবাদিকতা পেশার সাথে যুক্ত আছেন।এর আগে তিনি সিলেটের সময় পত্রিকার সিনিয়র স্টাফ রির্পোটার পদে নিযুক্ত ছিলেন।ফারহানা বেগম হেনা পদোন্নতি পেয়ে নির্বাহী সম্পাদক নিযুক্ত হওয়ার বিষয়টি নিয়োগ পত্রের মাধ্যমে নিশ্চিত করেছেন সিলেটের সময় পত্রিকার প্রধান সম্পাদক মেহেদী কাবুল।পদোন্নতিপ্রাপ্ত নবনিযুক্ত নির্বাহী সম্পাদক কে অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন পত্রিকার সম্পাদক,সাংবাদিকসহ সকল কলাকুশলীবৃন্দ।

জনপ্রিয় অনলাইন পত্রিকা সিলেটের সময় পত্রিকার পদোন্নতি হওয়ায় এ বিষয়ে সাংবাদিক ফারহানা বেগম হেনা বলেন,আমি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই জনপ্রিয় অনলাইন পত্রিকা সিলেটের সময় পত্রিকার প্রধান সম্পাদক মেহেদী কাবুলের প্রতি আমাকে এই গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করার জন্য।আমি সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি।