ঢাকা মহানগর দক্ষিণ মহিলা আওয়ামী লীগের ২০টি থানা কমিটি অনুমোদন।

প্রকাশিত: ৬:৫৪ অপরাহ্ণ, |                          

গতকাল ১লা সেপ্টেম্বর ২০২২ ঢাকা মহানগর দক্ষিণ মহিলা আওয়ামী লীগের ২০টি থানা কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। ঢাকা মহনগর দক্ষিণ মহিলা আওয়ামী লীগের সভাপতি সাবেরা বেগম এই কমিটিগুলো অনুমোদন দেন। কমিটিগুলো নিন্মরুপ:

শাহবাগ থানা:

তাসলিমা পারভীন কল্পনা-সভাপতি,নাসিমা বেগম-সাধারণ সম্পাদক।

রমনা থানা:

মোসলেম জেরিন চিনু-সভাপতি, ফাতেমা আলম পাখি – সাধারণ সম্পাদক।

চকবাজার থানা:

রুমানা হাবিব রুমা-সভাপতি, হাছিনা আক্তার-সাধারণ সম্পাদক।

বংশাল থানা:

সালমা বেগম-সভাপতি,এড.শাহিনুর বেগম- সাধারণ সম্পাদক।

লালবাগ থানা:

মর্জিনা ফেরদৌস-সভাপতি,ফারজানা ফালাক-সাধারণ সম্পাদক।

সুত্রাপুর থানা:

ফারহানা মান্নান রুপা-সভাপতি, কোহিনুর বেগম-সাধারণ সম্পাদক।

কোতয়ালি থানা:

সুফিয়া বেগম-সভাপতি,বিনা আফরোজ-সাধারণ সম্পাদক।

কদমতলী থানা:

শেখ শিউলি আক্তার-সভাপতি,মোমেনা মতিন -সাধারণ সম্পাদক।

শ্যামপুর থানা:

ফাতেমা শিরিন-সভাপতি,শিউলি বেগম -সাধারণ সম্পাদক।

যাত্রাবাড়ী থানা:

হাসিনা বেগম-সভাপতি,মাহফুজা মনির-সাধারণ সম্পাদক।

ডেমরা থানা:

রাশিদা আক্তার শান্তা-সভাপতি,সাহিদা সুলতানা-সাধারণ সম্পাদক।

পল্টন থানা:

আক্তারী বেগম মানসী-সভাপতি,বিরতি সরকার নদী-সাধারণ সম্পাদক।

মতিঝিল থানা:

কোহিনুর বেগম-সভাপতি,রোকসানা আক্তার কেয়া-সাধারণ সম্পাদক।

শাজাহানপুর থানা:

শাহনাজ বেগম-সভাপতি,আয়শা আক্তার শিল্পী-সাধারণ সম্পাদক।

খিলগাঁও থানা:

কুসুম বেগম সভাপতি,সাহানা আক্তার রিতা-সাধারণ সম্পাদক।

মুগদা থানা:

কানিজ ফাতেমা বেগম-সভাপতি,আফসানা খানম-সাধারণ সম্পাদক।

গেন্ডারিয়া থানা:

লায়লা বেগম-সভাপতি,ফরিদা বেগম-সাধারণ সম্পাদক।

কামরাংগিরচর থানা:

সাথী বেগম-সভাপতি, নিলুফার বেগম-সাধারণ সম্পাদক।

ওয়ারি থানা:

শাহিনুর বেগম -সভাপতি,আফসা আহমেদ সানু-সাধারণ সম্পাদক।

সবুজবাগ থানা:

আসমা বেগম -সভাপতি,অঞ্জলী বাড়ৈ-সাধারণ সম্পাদক।