কোমরে বিদেশি পিস্তল নিয়ে এজলাসে আসামি

প্রকাশিত: ৮:১০ অপরাহ্ণ, |                          

গাজীপুরে মামলার হাজিরা দিতে এসে কোমরে থাকা বিদেশি পিস্তল নিয়েই এজলাসে ঢুকে পড়েন আসামি মনসুর আহমেদ। বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিলে পিস্তলটি সবার নজরে পড়ে। এ নিয়ে আদালতে শুরু হয় হইচই। রোববার দুপুরে গাজীপুর বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বন আদালত-২-এ ঘটে এ ঘটনা।

জানা যায়, গাজীপুরের জয়দেবপুর থানার পিরুজালি গ্রামের প্রয়াত আবদুল করিমের ছেলে মনসুর আহমেদ একটি বন মামলার আসামি।

প্রত্যক্ষদর্শীরা জানান, মনসুর নিশ্চিত ছিলেন আদালত তার জামিন মঞ্জুর করবেন। এ কারণে হয়তো পিস্তলটি সঙ্গে নিয়েই আদালতে প্রবেশ করেন তিনি। গাজীপুর মেট্রাপলিটন পুলিশের উপকমিশনার জাকির হাসান (উত্তর-অপরাধ) বলেন, খবর পেয়ে সেখানে দ্রুত পুলিশ পাঠানো হয়। তাৎক্ষণিকভাবে পুলিশ অস্ত্রটি তার কাছ থেকে উদ্ধার করেছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, অস্ত্র উদ্ধারের পর অস্ত্রসহ মনসুরকে থানায় আনা হয়। পরে তাকে বনের ওই মামলায় জেলহাজতে পাঠানো হয়েছে। আদালতে অস্ত্র নিয়ে প্রবেশ করায় তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হবে।