সিলেটে রাতে ডাকাত আতংকে মাইকিং

প্রকাশিত: ৯:৪৫ অপরাহ্ণ, |                          

বন্যায় কবলিত সিলেট। নগরের সুরমা নদীর তীরবর্তী এলাকা পানির নিচে। অনেক স্থানে বিদ্যুৎ নেই। আশ্রয়ে কেন্দ্রে ঠাই নিয়েছে বহু মানুষ। এই অবস্থায় শনিবার গভীর রাত থেকে সিলেট জুড়ে ডাকাত আতংক দেখা দেয়।

রাতে নগরীর প্রায় সবকটি পাড়া মহল্লার মসজিদে ডাকাত থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে মাইকিং করা হয়। এতে প্রতিটি এলাকায় ছড়িয়ে পড়ে আতংক। নগর এবং আশপাশ এলাকার বিভিন্ন স্থানের লোকজন লাঠিসোঁটা নিয়ে রাস্তায় পাহারায় নামেন।

এ ঘটনার পর গোটা নগরীতে পুলিশি টহল জোরদার করা হয়। তবে কোথাও ডাকাতির ঘটনার খবর পাওয়া যায়নি। পুলিশ প্রশাসন থেকে এটাকে গুজব হিসাবেই বলা হয়েছে।