SylhetNewsWorld | বন্যায় হবিগঞ্জের ৪০ গ্রাম প্লাবিত, আরও অবনতির শঙ্কা - SylhetNewsWorld
সর্বশেষ

বন্যায় হবিগঞ্জের ৪০ গ্রাম প্লাবিত, আরও অবনতির শঙ্কা

  |  ২১:৪১, জুন ১৯, ২০২২

দুদিনের বৃষ্টিতে উজানের ঢলে কুশিয়ারা নদীর পানি বেড়ে বন্দি হয়ে পড়েছে হবিগঞ্জ জেলা তিন উপজেলার অন্তত ৪০ গ্রামের মানুষ। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান।

তিনি বলেন, আজমিরীগঞ্জ, নবীগঞ্জ ও বানিয়াচং উপজেলায় পানি ওঠার পর দুর্গত এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হচ্ছে এবং দেয়া হচ্ছে শুকনা খাবার।

এসময় পানি আরও বাড়লে নতুন নতুন এলাকায় প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে বলেও জানান তিনি।

এদিকে হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মিনহাজ আহমেদ শোভন জানান, আজমিরীগঞ্জ ও নবীগঞ্জে বাঁধ উপচে এবং আজমিরীগঞ্জ রাস্তা ভেঙে পানি লোকালয়ে পানি ঢুকেছে। বৃষ্টিপাত অব্যাহত থাকায় পানি বৃদ্ধি অব্যাহত আছে। তাতে বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, কুশিয়ারার পানি অমলশিদ পয়েন্টে বিপৎসীমার ১৬০ সেন্টিমিটার এবং শেওলা পয়েন্টে ৬৩ সেন্টিমিটার উপর দিয়ে বইছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ