সিলেটে সরস্বতী পূজার শেষ প্রস্তুতি

প্রকাশিত: ১১:৫১ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০২২ | আপডেট: ১১:৫১:পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০২২

হিন্দু ধর্মীয় মতে অনুষ্ঠিত হবে বিদ্যার দেবী সরস্বতী পূজা। পঞ্জিকা মতে মাঘ মাসের পঞ্চমী তিথিতে হিন্দু শিক্ষার্থীরা বিদ্যা দেবীর আশির্বাদ লাভের আশায় সরস্বতী পূজা করেন তারা।

রাত পোহালেই শুক্লা পঞ্চমীর পূণ্য তিথি। শাস্ত্রীয় বিধান মতে মাঘ মাসের এ তিথিতে দেবী সরস্বতীর আরাধনা করেন সনাতন ধর্মাবলম্বীরা। তাই দেশ জুড়ে চলছে সাজ-সজ্জা, গেট-প্যান্ডেল নির্মাণসহ ব্যাপক প্রস্তুতি। বিদ্যার দেবীকে নানা রঙ-পোশাকে সাজিয়েছেন প্রতিমা শিল্পীরা।

চারদিকে সাজ-সাজ রব। রাত পোহালেই বিদ্যার দেবী সরস্বতীর বন্দনায় মেতে উঠবে ভক্তরা।

এ উপলক্ষে সিলেট শহরের দাঁড়িয়াপাড়ায় বসেছে সরস্বতী প্রতিমার হাট। এটি শহরের সবচেয়ে বড় মূর্তির হাট। এছাড়াও সিলেট শহরের বিভিন্ন স্থানে মূর্তি কেনা-বেচা হচ্ছে। প্রতিবছর এখানে সরস্বতী প্রতিমার হাট বসে। এই হাটে দুই হাজার থেকে তিন হাজার সরস্বতীর মূর্তি বেচা-কেনা হয়ে থাকে। হাটে দুইশ থেকে ৬ হাজার টাকা দামের প্রতিমা উঠেছে। যে যার সাধ্য মত কিনে নিচ্ছেন দেবীর মূর্তি।

এ ছাড়া জেলার প্রায় ৩০টি স্থানে সরস্বতী প্রতিমা বেচা-কেনার হাট বসেছে। এ হাটে শুধু প্রতিমা-ই নয় বিক্রি হচ্ছে ফুল-মালাসহ পূজার অন্যান্য উপকরনও।

এদিকে শেষ মুহূর্তে চলছে তুলির আঁচড়ে প্রতিমাকে পূর্ণ রূপ দেওয়ার ব্যস্ততা। সিলেট শহরসহ বিভিন্ন স্থানে প্রতিবছরের মতো সরস্বতী পূজা উপলক্ষে চলছে শেষ পর্যায়ের প্রস্তুতি।সিলেট দাঁড়িয়াপাড়ার প্রতিমা শিল্পীরা জানিয়েছেন, এ বছর করোনা মহামারির কারনে স্কুল কলেজ, পাড়ায় পুজা তুলনামূলক ভাবে কম হচ্ছে। তাই বেচা-বিক্রিও কম হচ্ছে।