ব্রেন স্ট্রোক করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার শাদিদ,ঢাকায় প্রেরণ

প্রকাশিত: ২:৫৩ অপরাহ্ণ, |                          

সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (সিটিএসবি) ইমাম মোহাম্মদ শাদিদ ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হয়েছে।

আজ (১৮ জুন) বেলা ১১:৫০টায় দ্রুত চিকিৎসার জন্য ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মেঘনা এভিয়েশন এয়ার এম্বুলেন্সযোগে তাকে ঢাকায় প্রেরণ করা হয়। বর্তমানে তিনি ঢাকাস্থ নিউরো সায়েন্স হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন।

এসএমপির অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া অফিসার) বিএম আশরাফ উল্যাহ তাহের জানান- গত ১৬ জুন ফজরের নামাজ পড়ে আনুসাঙ্গিক কাজ সেরে ইমাম মোহাম্মদ শাদিদ অফিসে আসার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। এ অবস্থায় হঠাৎ তাঁর বমি ভাব হয়। বেশ কয়েকবার বমিও করেন। পরে চিকিৎসকরা পরীক্ষা নিরীক্ষার পর তাঁর ব্রেন স্ট্রোক হয়েছে বলে জানান। দুইদিন সিলেটের বিশিষ্ট নিউরো মেডিসন বিশেষজ্ঞ ডা. নজরুল ইসলামের তত্ত্বাবধানে চিকিৎসাধীন থাকার পর তাঁর পরামর্শেই ঢাকায় নেয়া হয়।

সিটিএসবি’ উপ পুলিশ কমিশনার ইমাম মোহাম্মদ শাদিদের রোগ মুক্তি এবং সুস্থতায় সকলের দোয়া কামনা করেছে সিলেট মহানগর পুলিশ।