
সিলেটের দক্ষিণ সুরমায় ভেজাল বিরোধী অভিযান চালিয়েছে র্যাব ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় মেয়াদ উর্ত্তীণ ও ভেজাল খাবার উৎপাদন এবং বিক্রয় করার অপরাধে তিনটি প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার (২৫ মে) এ অভিযান পরিচালনা করা হয়। এসময় র্যাব-৯ এর মেজর শওকাতুল মোনায়েম, এএসপি আফসান আল আলম, এএসপি সুমন মজুমদার ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আমিরুল ইসলাম মাসুদ।