ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সিটি ব্যবসায়ী সমিতির নির্বাচন পরিদর্শনে বিএনপি নেতা খন্দকার মুক্তাদির

প্রকাশিত: ৫:৫৭ অপরাহ্ণ, নভেম্বর ৩০, ২০২৪

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সিটি ব্যবসায়ী সমিতির নির্বাচন পরিদর্শনে বিএনপি নেতা খন্দকার মুক্তাদির

সিলেটের অভিজাত মার্কেট নগরীর ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সিটির ব্যবসায়ী সমিতির দ্বি বার্ষিক নির্বাচন অনুষ্ঠান পরিদর্শন করেছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির।

শনিবার বিকেল আড়াইটায় তিনি নির্বাচনী ভোট কেন্দ্র পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ, সিলেট অনলাইন প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক মাসুদ আহমদ রনি,সিলেট অনলাইন প্রেসক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ কামাল আহমদ, সিলেট অনলাইন প্রেসক্লাবের সদস্য সুহেল মিয়া, সিলেট অনলাইন প্রেসক্লাবের সদস্য আহমেদ পাবেল প্রমুখ।

পরিদর্শনকালে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বাংলাদেশের মানুষ এখন শান্তিপূর্ণভাবে নির্বাচন করার সুযোগ পেয়েছে, যা দীর্ঘদিন পর অর্জিত হয়েছে। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি, যেন এই মার্কেটের ব্যবসায়ীরা সাফল্য অর্জন করতে পারেন।

সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেন, দীর্ঘ ১৬ বছর পর দেশের মানুষ সুন্দর পরিবেশে আমরা একত্র হয়েছি। আমরা আজকে তাদেরকে স্মরণ করছি, যাদের ত্যাগের বিনিময়ে আমরা একটি সুন্দর দেশ পেয়েছি।

নির্বাচন পরিদর্শনকালে নেতৃবৃন্দ স্থানীয় ভোটারদের সঙ্গে কথা বলেন এবং নির্বাচনের সুষ্ঠু পরিবেশে বজায় রাখতে অনুরোধ করেন। এছাড়া উৎসবমুখর নির্বাচনে ভোটারদের ব্যাপক অংশগ্রহণ ও উৎসাহ দেখে সন্তোষ প্রকাশ করেন উপস্থিত নেতারা।

এ সংক্রান্ত আরও সংবাদ