সিলেট ৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১৯ অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০২৪
সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ স্বপ্রণোদিত হয়ে জনগণকে তথ্য জানাতে সরকারী ও বেসরকারি সকল দপ্তরের প্রতি আহবান জানান। তথ্য অধিকার আইনে তথ্য সংগ্রহ করতে জনগণকে ক্ষমতা প্রয়োগের কথা বলা হয়েছে। তিনি বলেছেন, এক সময় তথ্য দেয়াটা ছিল অপরাধ।আর এখন না দেয়াটা হলো অপরাধ। তিনি বলেন, দেশে একটি ইতিবাচক পরিবর্তন সাধিত হয়েছে। সেই পরিবর্তনে ছাত্র তরুণদের সহায়তা করতে হবে। তিনি বলেন, আমাদের মূল লক্ষ্য থাকবে দুর্নীতির মুলোৎপাটন।দুর্নীতি প্রতিরোধে সকল মহলকে এগিয়ে আসার আহবান জানান তিনি।
মোহাম্মদ শের মাহবুব মুরাদ বুধবার সন্ধ্যায় সিলেটে অনুষ্ঠিত দুদিন ব্যাপী তথ্যমেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। দুর্নীতি প্রতিরোধে তথ্যের অবাধ প্রবাহ ও স্বপ্রণোদিত তথ্য প্রকাশের গুরুত্ব শীর্ষক আলোচনা রাখতে গিয়ে জেলা প্রশাসক বলেন,আমি স্বপ্রণোদিত হয়ে দুটি তথ্য আপনাদের অবহিত করছি। তা হলো,শীঘ্রই ঢাকা সিলেট চারলেন রাস্তার কাজের অগ্রগতি হবে। অধিগ্রহণ সমস্যায় এই কাজটি স্থবির ছিল। এটি আমরা কাটিয়ে উঠতে সক্ষম হয়েছি। কারিগরি ও ঠিকাদারী সকল কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। সিলেটের জনগণের দীর্ঘদিনের স্বপ্ন এটি ছিল। অপরটি হলো ভূমি জটিলতা নিরসনে সরকার ভূমি বিষয়ে ফৌজদারি অপরাধ আইনে যুক্ত করার চিন্তা ভাবনা করছে। আগে ভূমি নিয়ে শুধু দেওয়ানী মামলা হত। তিনি অবাধ তথ্য প্রবাহে জনগণকে সম্পৃক্ত করতে সকলের প্রতি আহবান জানান।
‘তথ্যের অধিকার, সুশাসনের হাতিয়ার, তথ্যই শক্তি, দুর্নীতি থেকে মুক্তি ’ শ্লোগানকে সামনে রেখে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জেলা প্রশাসন এবং সচেতন নাগরিক কমিটি (সনাক), সিলেটের উদ্যোগে ২ দিনব্যাপী তথ্যমেলার সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সনাক সিলেটের সভাপতি সৈয়দা শিরীনা আক্তার। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেটের সিভিল সার্জন ডাঃ মনিসর চৌধুরী, সিলেট সদর উপজেলা নির্বাহী অফিসার খোশনূর রুবাইয়াত। এতে আরো বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন,সনাক সহ সভাপতি ড. জাহেদা শারমিন, সিলেট অনলাইন প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ, তথ্যমেলা বাস্তবায়ন কমিটির আহবায়ক এডভোকেট এমাদ উল্লাহ শহীদুল ইসলাম শাহীন।সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী দপ্তরসমুহকে সনদ প্রদান করেন জেলা প্রশাসক। তথ্যমেলার শেষ দিনে বিতর্ক প্রতিযোগিতা ও তথ্য অধিকার আইন বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সম্পাদক মণ্ডলীর সভাপতি –
তাইজুল ইসলাম ফয়েজ।
প্রধান সম্পাদক – আফরোজ খান
বার্তা সম্পাদক : মোঃ আলমগীর আলম
অফিস : আল মারজান শপিং সেন্টার ( ৩য় তলা), জিন্দাবাজার, সিলেট।
ফোন- 01995-019920 (WhatsApp+Call)
Call +88 0969-6319920
ইমেইল – news.snworld@gmail.com