মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সাথে প্রাথমিক শিক্ষার উন্নয়নে করণীয় বিষয়ে এক মতবিনিময় সভা বিভাগীয় কমিশনার কার্যালয়,সিলেট এর সম্মেলন কক্ষে আজ (১৭ নভেম্বর ২০২৪) রোববার সকালে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।এর আগে বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের সাথে আরেকটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিববৃন্দ,ডিআইজি,পুলিশ কমিশনার,জেলা প্রশাসকবৃন্দ,সিটি কর্পোরেশনের সিইও,প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ,বিভাগীয় ও জেলা পর্যায়ের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, সিলেট বিভাগের সকল উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ,সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবজিৎ সিংহ।।