এপিপি নির্বাচিত হওয়ায় এ্যাডভোকেট খায়রুল আলম বকুলকে সংবর্ধনা প্রদান

প্রকাশিত: ১১:২০ অপরাহ্ণ, অক্টোবর ২৪, ২০২৪

এপিপি নির্বাচিত হওয়ায়  এ্যাডভোকেট খায়রুল আলম বকুলকে সংবর্ধনা প্রদান

সিলেট জেলা ও দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর(এপিপি) নির্বাচিত হওয়ায় এ্যাডভোকেট খায়রুল আলম বকুলকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বন্ধু মহলের আয়োজনে আজ বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাতে কানাইঘাট উপজেলার ৮ নং ঝিংগাবাড়ী ইউনিয়ন পরিষদের হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। ঝিংগাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার আবু বকরের সভাপতিত্বে ও সাংবাদিক তাওহীদুল ইসলামের সঞ্চালনায়
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাছবাড়ী আইডিয়্যাল ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাছবাড়ী মডার্ণ একাডেমির ভারপ্রাপ্ত সহকারি প্রধান শিক্ষক আসাদুজ্জামান, বিশিষ্ট মুরব্বি মুজম্মিল আলী চৌধুরী,
ঝিংগাবাড়ী ইউপি সদস্য মাওলানা আব্দুর রাজ্জাক, রফিক আহমদ, আব্দুল কাদির, আব্দুল লতিফ, নাঈম উদ্দিন, গাছবাড়ী সমাজ কল্যাণ যুব সমিতির সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন, সাংবাদিক জয়নাল আজাদ, মানবাধিকার কর্মী বোরহান উদ্দিন।
উপস্থিত ছিলেন মাস্টার আমিন উদ্দিন, সজীব আহমদ জয়, মিনহাজুল ইসলাম নান্নু, জসিম উদ্দিন, শামসুল ইসলাম প্রমুখ।

সভায় নেতৃবৃন্দ বলেন, বিজ্ঞ আইনজীবী খায়রুল আলম বকুল একজন সৎ ও নিষ্ঠাবান এডভোকেট। তার দায়িত্ব পালনের মাধ্যমে মানুষ ন্যায় বিচার পাওয়ার পাশাপাশি সুশাসন প্রতিষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ