পায়রা সমাজকল্যাণ সংঘের প্রতিষ্ঠাবার্ষিকী ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

সিলেট নিউজ ওয়ার্ল্ড
প্রকাশিত ডিসেম্বর ২৭, ২০২৫
পায়রা সমাজকল্যাণ সংঘের প্রতিষ্ঠাবার্ষিকী ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

সিলেট নগরীর দরগা মহল্লাস্থ পায়রা সমাজকল্যাণ সংঘের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত ২৬ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় দরগা মহল্লার মুহিবুর রহমান একাডেমী মাঠে এই পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

পায়রা সমাজকল্যাণ সংঘের সভাপতি মাহমুদুল হক মাছুম এর সভাপতিত্বে ও কোষাধ্যক্ষ নিয়াজ মোঃ আজিজুল করিম এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংঘের সহ সভাপতি আলী মুস্তফা মিশকাতুন নুর, সহ সভাপতি ও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপকমিটির আহবায়ক মুফতি আব্দুল খাবির, সাধারণ সম্পাদক আব্দুর রহমান দুদু, সহ সাধারণ সম্পাদক রিপন আহমদ, সাংগঠনিক সম্পাদক এ.এস জায়গীরদার বাবলা, সাহিত্য সম্পাদক নাজমুল হক তারেক, দপ্তর সম্পাদক শাহীন আহমদ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংঘের ক্রীড়া সম্পাদক ও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপকমিটির সদস্য সচিব শাহেদুর রহমান। বক্তব্য রাখেন মহিলা অভিভাবক- রেজওয়ানা আক্তার রুজি। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মোহিবুর রহমান।
অনুষ্ঠানে সততা, দক্ষতা ও জনসেবায় গুরুপত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ সিলেটের অতিরিক্ত সহকারী কর কমিশনার আজিজুর রাব্বি চৌধুরী আনাছ-কে পায়রার পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়।
উপস্থিত ছিলেন সংঘের উপদেষ্টা সিনিয়র সাংবাদিক মুহাম্মদ আমজাদ হোসাইন, সদস্য তোয়ারিক হোসেন সাহাব, উবায়েদ আহমদ, রেজওয়ান আহমদ রেসাদ, আবির হাসান, মাহির আহমেদ নাব্দি, মামদি, তারেক আহমদ, শাহীন আহমদ, আরমান ফরহাদ, অফিস সহকারী আবুল খায়ের প্রমুখ।
অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন পায়রা সমাজকল্যাণ সংঘের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে শিশু শিক্ষার্থীদের মেধার উৎকর্ষ হয়। পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদেরকে খেলাধুলায় অংশ গ্রহণের মাধ্যমে মেধার বিকাশ ঘটাতে হবে। বক্তারা বলেন, সুন্দর ও সুশৃঙ্খল সমাজ গঠন ও এলাকার উন্নয়নে পায়রা সমাজকল্যাণ সংঘ প্রতিষ্ঠা লগ্ন থেকে সুনামের সাথে কাজ করে যাচ্ছে। দেশের যে কোন দুর্যোগে এই সংঘ দরিদ্র বঞ্চিত মানুষের পাশে সহযোগিতা নিয়ে দাঁড়ায়। বক্তারা এই সামাজিক সংগঠনের মত অন্যান্য সংগঠনগুলোকে দেশ, জাতি ও মানবতার কল্যাণে এগিয়ে আসার আহবান জানান।