সাংবাদিক আনিস রহমানের মাতৃবিয়োগে সিলেট অনলাইন প্রেসক্লাবের শোক

সিলেট নিউজ ওয়ার্ল্ড
প্রকাশিত ডিসেম্বর ২৬, ২০২৫
সাংবাদিক আনিস রহমানের মাতৃবিয়োগে সিলেট অনলাইন প্রেসক্লাবের শোক

এনটিভি সিলেট অফিসের স্টাফ ক্যামেরাপারসন, ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (ইমজার) সিলেটের সাবেক সাধারণ সম্পাদক সিলেট প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আনিস রহমানের মা রাশিদা বেগম (৯০) মাতৃবিয়োগে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে সিলেট অনলাইন প্রেসক্লাব।

শুক্রবার (২৬ ডিসেম্বর) এক শোকবার্তায় সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ হেলাল ও সাধারণ সম্পাদক এম. সাইফুর রহমান তালুকদার সাংবাদিক আনিস রহমানের মায়ের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

তিনি ২৬ ডিসেম্বর শুক্রবার সকাল ৯টায় নেত্রকোনার নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত বিভিন্ন অসুস্থতায় ভুগছিলেন।

মরহুমা রাশিদা বেগম চার ছেলে ও এক মেয়ের জননী।