হিয়াবরণ মোল্লাপাড়া এলাকায় তাফসীরুল কুরআন মাহফিল শুক্রবার

সিলেট নিউজ ওয়ার্ল্ড
প্রকাশিত ডিসেম্বর ২৫, ২০২৫
হিয়াবরণ মোল্লাপাড়া এলাকায় তাফসীরুল কুরআন মাহফিল শুক্রবার

সিলেট নগরীর ১০নং ওয়ার্ডের হিয়াবরণ মোল্লাপাড়া এলাকা বাসির আয়োজনে ও হিয়াবরণ মোল্লাপাড়া জামে মসজিদের উদ্যোগে বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল ২৬ ডিসেম্বর শুক্রবার বাদ জুম’থেকে মধ্য রাত পযর্ন্ত মসজিদ সংলগ্ন স্থানে অনুষ্ঠিত হবে। তাফসীর মাহফিলে সভাপতিত্ব করবেন হিয়াবরণ মোল্লাপাড়া জামে মসজিদের মোতাওয়াল্লি মোঃ রমজান আলী। তাফসীরুল কুরআন মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হয়রত মাওলানা হাফিজুর রহমান,প্রিন্সিপাল ঝিঙ্গাবাড়ী মাদরাসা, সিলেট। প্রধান আলোচক মাওলানা মুফতি শাইখুল ইসলাম,ঢাকা। আমন্ত্রিত ওলামায়ে কেরাম হিসেবে উপস্থিত থাকবেন হযরত মাওলানা ক্বারী মুখতার আহমদ ,ইমাম ও খতিব,বায়তুল আমান জামে মসজিদ সিলেট। হযরত মাওলানা জামাল উদ্দিন আজমী,হবিগঞ্জ সিলেট। হযরত মাওলানা মুফতি আবদুল্লাহ খাঁন সিদ্দিকী,নিয়ামত পুর জামে মসজিদ সিলেট। হযরত মাওলানা মাসুদুর রহমান পারভেজ, ইমাম ও খতিব হিয়বরণ মোল্লাপাড়া জামে মসজিদ। হযরত মাওলানা মুফতি আবদুল্লাহ মাহমুদ,ডহর জামে মসজিদ। তাফসীর কমিটির পক্ষ থেকে
তাফসীরুল কুরআন মাহফিলে সকলের উপস্থিতি দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করা হয়েছে