সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গোলজার আহমদ হেলাল বলেছেন, সর্বশ্রেণীর মানুষের অধিকার প্রতিষ্ঠায় সোচ্চার হতে হবে। তিনি বলেন,চা-শ্রমিকরা আমাদের আপনজন। সমাজের গুরুত্বপূর্ণ সেক্টরে তারা কাজ করছেন।তারা এখনো পিছিয়ে পড়া জনগোষ্ঠী।তাদের জীবন সংগ্রাম মুখর।তিনি মানবকল্যাণে সকলকে এগিয়ে আসার আহবান জানিয়ে বলেন, চা-শ্রমিকদের জীবনমান উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
বুধবার(২৪ডিসেম্বর) বিকেলে যুক্তরাষ্ট্র প্রবাসী তরুণ সমাজসেবক ও সংগঠক জাবেদ আহমদের সহায়তায় লাক্কাতুরা ও বরজান চা-বাগানের শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণকালে তিনি এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবক হাফিজ মাওলানা মুফতি আহমদুল হক উমামা,দৈনিক ভোরের ডাক এর সিলেট জেলা প্রতিনিধি আবদুল হান্নান, নাহিদ আহমদ সহ এলাকার মুরুব্বি ও যুবক নেতৃবৃন্দ।
এর আগে জৈন্তাপুর উপজেলার দিগারাইল গ্রামে জাবেদ আহমদের সহায়তায় নারী,শিশু ও বৃদ্ধদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় বক্তব্য রাখেন, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গোলজার আহমদ হেলাল। উপস্থিত ছিলেন প্রবাসী কমিউনিটি সংগঠক আবুল হোসেন, জুনায়েদ আহমদ,বাবুল আহমদ,রসন মিয়া প্রমুখ।