সিলেটে দুই দিনব্যাপী ‘হাছন উৎসব-২০২৫’ শুরু হচ্ছে। হাছন রাজা লোকসাহিত্য ও সংস্কৃতি পরিষদের আয়োজনে আজ রবিবার (২১ ডিসেম্বর) থেকে শুরু হবে এই হাছন উৎসব।
সিলেট নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে প্রতিদিন বিকাল সাড়ে ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে নানা অনুষ্ঠান
উৎসবে হাছন রাজার জীবন, দর্শন এবং লোকসংস্কৃতির বিভিন্ন দিক তুলে ধরা হবে। থাকবে আলোচনা সভা, সাংস্কৃতিক পরিবেশনা, আবৃত্তি ও পরিবেশিত হবে হাছন রাজার গান।
হাছন রাজা লোকসাহিত্য ও সংস্কৃতি পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা: জহিরুল ইসলাম অচিনপুরী জানান, ‘সূফীকবি হাছনরাজার জন্মদিন আজ ২১ শে ডিসেম্বর। অহিংস, বুদ্ধিবৃত্তিক, স্রষ্টা ও পরকালকেন্দ্রিক সমাজ প্রতিষ্ঠিত হোক- এই লক্ষ্যে বাংলার চিরায়ত সূফীবাদী সংষ্কৃতিকে উজ্জীবিত করার লক্ষ্যে কাজ করছে হাছন রাজা লোকসাহিত্য ও সংস্কৃতি পরিষদ। সিলেটের আয়োজনে দেশের বিভিন্ন স্থান থেকে গবেষক, শিল্পী, সাহিত্যপ্রেমী ও সংস্কৃতিমনা মানুষ যোগ দেবেন।
উৎসবকে ঘিরে সিলেটের সাংস্কৃতিক অঙ্গনে ইতোমধ্যে উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। উৎসবে সপরিবারে সকলের উপস্থিতি কামনা করেছেন আয়োজকরা।
উল্লেখ্য শনিবার থেকে ‘হাছনরাজা লোক উৎসব ২০২৫’ শুরু পূর্ব ঘোষিত তারিখ অনুযায়ী শুরু করার কথা ছিল। কিন্তু শহীদ ওসমান হাদীর মৃত্যু ও রাষ্ট্রীয় শোক দিবসকে সম্মান জানিয়ে ২১ ডিসেম্বর থেকে উৎসব শুরু করা হচ্ছে।