লায়ন্স ক্লাব অব সিলেট সুরমা’র শীতবস্ত্র ও রোগীদের মধ্যে ডায়াবেটিস মেশিন বিতরণ

সিলেট নিউজ ওয়ার্ল্ড
প্রকাশিত ডিসেম্বর ২০, ২০২৫
লায়ন্স ক্লাব অব সিলেট সুরমা’র শীতবস্ত্র ও রোগীদের মধ্যে ডায়াবেটিস মেশিন বিতরণ

লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫ বি১-এর ওয়ার্ল্ড লায়ন্স সার্ভিস মাস-২০২৫ উপলক্ষ্যে লায়ন্স ক্লাব অব সিলেট সুরমার উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি, অসুস্থ রোগীদের ডায়াবেটিস মেশিন ও দরিদ্রদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

গত ১৯ ডিসেম্বর শুক্রবার দুপুরে সিলেট স্টেশন ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫ বি১-এর জেলা গভর্ণর লায়ন ড. সারোয়ার জাহান জামিল।
লায়ন্স ক্লাব অব সিলেট সুরমা’র প্রেসিডেন্ট লায়ন বাবলী চৌধুরীর সভাপতিত্বে ও সেক্রেটারী লায়ন সানজিদা খানম এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেডি গভর্ণর লায়ন রোজিনা শাহীন মুনা, সাবেক গভর্ণর লায়ন মোঃ হাবিবুর রহমান পিএমজেএফ, সাবেক গভর্ণর লায়ন শাহেনা রহমান এমজেএফ, প্রথম ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন ডাঃ মাজারুল আনোয়ার এমজেএফ, ক্যাবিনেট সেক্রেটারি লায়ন তানভীর আহমেদ, ক্যাবিনেট ট্রেজারার লায়ন মোঃ আবু বকর সিদ্দিক। উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব সিলেট সুরমা’র ডাইরেক্টর লায়ন নাজনীন হোসেন, লায়ন সেলিনা বাসিত চৌধুরী, লায়ন শেফালী চৌধুরী, লায়ন শামীমা আক্তার জিনু প্রমুখ।
অনুষ্ঠানে লায়ন নাজনীন হোসেনের আর্থিক ব্যবস্থাপনায় শীত বস্ত্র বিতরণ ও লায়ন সানজিদা খানম এর আর্থিক ব্যবস্থাপনায় অসুস্থ রোগীদের মধ্যে ডায়াবেটিস মেশিন বিতরণ করেন প্রধান অতিথি লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫ বি১-এর জেলা গভর্ণর লায়ন ড. সারোয়ার জাহান জামিল সহ লায়ন্স ক্লাব অব সিলেট সুরমা’র নেতৃবৃন্দ।
এর আগে ওয়ার্ল্ড লায়ন্স সার্ভিস মাস-২০২৫ উপলক্ষ্যে সিলেটের সকল লায়ন্স ক্লাবের উদ্যোগে নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এক বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সিলেট স্টেশন ক্লাবে গিয়ে আলোচনা সভায় সকল লায়নবৃন্দ অংশ গ্রহণ করেন। বিজ্ঞপ্তি