বৈষম্যহীন সমতার বাংলাদেশ বিনির্মানে অঙ্গীকারবদ্ধ হতে হবে

সিলেট নিউজ ওয়ার্ল্ড
প্রকাশিত ডিসেম্বর ২০, ২০২৫
বৈষম্যহীন সমতার বাংলাদেশ বিনির্মানে অঙ্গীকারবদ্ধ হতে হবে

সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গোলজার আহমদ হেলাল বলেছেন,বৈষম্যহীন সমতার বাংলাদেশ বিনির্মানে অঙ্গীকারবদ্ধ হতে হবে।স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও সাম্য,মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারের ভিত্তিতে এখনোও বাংলাদেশ গড়ে উঠেনি।ফলে স্বাধীনতার সুফল জনগণ পাচ্ছে না।পাকিস্তানি শাসকের শোষণ, বৈষম্য ও বঞ্চনার বিরুদ্ধে এদেশের মানুষ সংগ্রাম করে মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন করেছে।তিনি বলেন, চব্বিশের জুলাইয়ে স্বাধীন দেশের মানুষ বৈষম্যের বিরুদ্ধে আবার জেগে উঠে। অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার জন্য গেল বছর গণঅভ্যুত্থান সংঘটিত হয়।তিনি বৈষম্যহীন সমতার বাংলাদেশ বিনির্মানে অঙ্গীকারবদ্ধ হয়ে সম্মিলিত ভাবে কাজ করতে সকলের প্রতি আহবান জানান। বিভেদ নয়, দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে নতুন বাংলাদেশ বিনির্মানে একযোগে কাজ করতর হবে।

গোলজার আহমদ হেলাল বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় এপেক্স ক্লাব অব গ্রীন হিলস আয়োজিত মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ক্লাব সভাপতি এপেক্সিয়ান হোসেন আহমদের সভাপতিত্বে নগরীর এক অভিজাত হোটেলের কনফারেন্স হলে অনুষ্ঠিত সভায় সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন, ক্লাবের অতীত সভাপতি এপেক্সিয়ান আব্দুল বাসিত রফি।অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন এডভোকেট জয়ন্ত চন্দ ধর,সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সিনিয়র সহ সভাপতি এডভোকেট জালাল উদ্দিন,এডভোকেট মাসুম আহমদ চৌধুরী। সভায় আরো বক্তব্য রাখেন, সিলেট অনলাইন প্রেসক্লাবের সহ সভাপতি, নিরাপদ সড়ক চাই কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম মিশু, এপেক্সিয়ান আহমদ জাকারিয়া, এপেক্সিয়ান শাহেদুর রহমান প্রমুখ।