শরীফ ওসমান হাদীর হত্যাকারী ও দেশবিরোধী ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সিলেটের ডিসি’র কঠোর হুশিয়ারি

সিলেট নিউজ ওয়ার্ল্ড
প্রকাশিত ডিসেম্বর ১৯, ২০২৫
শরীফ ওসমান হাদীর হত্যাকারী ও দেশবিরোধী ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সিলেটের ডিসি’র কঠোর হুশিয়ারি

সিলেটের জেলা প্রশাসক(ডিসি) মো: সারওয়ার আলম শহীদ শরীফ ওসমান হাদীর হত্যাকারী ও দেশবিরোধী ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারি উচ্চারণ করে বলেন এনাফ করেছেন আর করবেন না।দাসত্বের বিরুদ্ধে,স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের পক্ষে, ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে হাদীকে জীবন দিতে হলো।তিনি বলেন,আমরা বুঝি কাদের জ্বালা।বিগত ফ্যাসিস্ট সরকার দেশটাকে লুটপাটের রাজ্যে পরিণত করেছিল,ব্যাংকগুলো খালি করেছে। এই কালেক্টরেট মসজিদের একাউন্টের টাকাও নাই করে দিয়েছে। ১ কোটি টাকা ছিল।এখন ১ লাখ ও তুলতে পারে না।টাকা গেল কোথায়।সব টাকা ওরা পাচার করেছে।তিনি বলেন,এদেশের আকাশে গত ১৫ বছর শুধু বিমান উড়েছে।তারা ১ লক্ষ কোটি টাকা বাতাস থেকে নিয়ে গেছে।তাই তো বন্ধু রাষ্ট্রের জ্বালা।তিনি বলেন,দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রে তরুণদের হত্যা করার ষড়যন্ত্র শুরু হয়েছে।তিনি বলেন,বীরেরা জন্মে দেশের বিনিময়ে জীবন দিতে।ওসমান হাদীর শাহাদাতকে আল্লাহ কবুল করুন।তিনি শোককে শক্তিতে পরিণত করার আহবান জানিয়ে বলেন,কোন হঠকারিতা কেউ করবেন না।আইন নিজের হাতে তুলবেন না।

শহিদ শরিফ ওসমান হাদির অকাল মৃত্যুতে দু’দিন ব্যাপী রাষ্ট্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার বাদ জুম্মা জেলা কালেক্টরেট জামে মসজিদে শহিদ ওসমান হাদির রূহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতকালে তিনি এসব কথা বলেন। দোয়া পরিচালনা করেন কালেক্টরেট মসজিদের ইমাম ও খতিব মাওলানা শাহ আলম।এসময় জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসাইন সজীব, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গোলজার আহমদ হেলাল সহ মুসল্লীগণ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।