এসময়ে সিলেট মহানগরীর প্রধান সমস্যাগুলো হচ্ছে চুরি, ছিনতাই, অসামাজিক কার্যকলাপ, ফুটপাত দখল, অবৈধ সিএনজিচালিত অটোরিক্সা স্ট্যাণ্ড, তীর জুয়া, মাদক ইত্যাদি। শান্তির এই জনপদকে অশান্ত করে তোলা এসব সমস্যার দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন সিলেট মহানগর পুলিশের নবনিযুক্ত কমিশনার।
শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকাল ৪টার দিকে রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় এসব সমস্যার কথা উঠে আসে।
পুলিশ কমিশনার কার্যালয়ের কনফারেন্স হলে অনুষ্টি সভায় সিলেটের শান্তিরক্ষায় রাজনৈতিক নেতৃবৃন্দ এসব সমস্যার পাশাপাশি ফুটপাত দখল, সন্ধ্যার পর আড্ডা, ছিনতাই, প্রবাসীদের জায়গা ও বাসা দখল সমস্যার কথাও জোরালোভাবে তুলে ধরেন।
নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেছেন, এসব সমস্যার কারণে শান্তির এই জনপদ আজ প্রায় অশান্ত। চুরি ছিনতাইসহ নাগরিক দুর্ভোগ হ্রাসে আমরা প্রশাসনকে সার্বিক সহযোগীতা করতে সর্বাত্মক প্রস্তুত।
এসব বিষয়ে পুলিশ প্রশাসনকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান তারা।