গতকাল ০৭ সেপ্টেম্বর, ২০২৫ইং তারিখ রোজ রবিবার সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর পরিচালনা পরিষদের নির্বাচন অনুষ্টিত হয়। নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন লুবানা ইয়াছমিন শম্পা। সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আলেয়া ফেরদৌসি তুলি। পরিচালক পদে নির্বাচিত হয়েছেন সামা হক চৌধুরী, জাকিরা ফাতেমা লিমি চৌধুরী, সুমাইয়া সুলতানা চৌধুরী, রেহানা আফরোজ খান, রেহানা ফারুক শিরিন, আসমাউল হাসনা খান, গাজী জিনাত আফজা, শাহানা আক্তার এবং তাহমিনা হাসান চৌধুরী। সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর পরিচালনা পরিষদ নির্বাচনে নবনির্বাচিত সভাপতি, সহ-সভাপতি ও পরিচালকবৃন্দকে সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি(এসএমসিসিআই) এর পরিচালনা পরিষদের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। এক বার্তায় এসএমসিসিআই এর সভাপতি জনাব খায়রুল হোসেন বলেন, সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর নব নির্বাচিত পরিচালনা পরিষদের বলিষ্ঠ নের্তৃত্বে সিলেটের শিল্প ও বাণিজ্যের বিকাশে নব-দিগন্তের উন্মোচন করবে। এবং দেশের অর্থনৈতিক চাকাকে সচল রাখতে এবং নতুন নতুন মহিলা উদ্যোগতা তৈরীতে সহায়ক ভুমিকা পালন করবে। এসএমসিসিআই এর সভাপতি জনাব খায়রুল হোসেন, সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর নবনির্বাচিত পরিচালনা পরিষদের সকল সদস্যবৃন্দের সু-স্বাস্থ্য ও সফলতা কামনা করেন।