সিলেট ১৯শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:২৩ অপরাহ্ণ, মে ১৭, ২০২৫
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বৃহত্তর হেতিমগঞ্জ হেল্পিং হ্যান্ডস এর পরিচালনায় ও আপলিফট ইউ, ডালাস ইউনাইটেড এসোসিয়েশন এবং ডিএমভি স্পোর্টস কাউন্সিল এর যৌথ অর্থায়নে দিনব্যাপী দরিদ্র ও অসহায় মানুষদের মধ্যে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ মে) সকালে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ৪ নং লক্ষিপাশা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে অবস্থিত কতোয়ালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের তত্বাবধানে ছিলেন ইউএসএস এর কমিউনিটি লিডার অব ডিএমডি মোস্তাক হোসেইন ও গ্রেটার হেতিমগঞ্জ হেল্পিং হ্যান্ডসের প্রতিষ্টাতা মো. আমিনুর রশিদ মাসুদ।
অনুষ্ঠানে ফ্রি চক্ষু সেবা প্রদান করেন সিলেট ক্যাকো সেন্টারের এম.বি.বি.এস (এনই এমসি) ডা: এ কে এম শাহ রিয়াদ, বেগম রোকেয়া খাতুন চৌধুরী জেনারেল হাসপাতালের মেডিক্যাল অফিসার ও সিলেট ফ্যাকো সেন্টারের ডা. লিমন বিশ্বাস। অনুষ্ঠান পরিচালনা করেন নাজমুল হাসান ইমরান ও কামরুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বিশিষ্ট মুরব্বী ও সমাজসেবক কামাল উদ্দিন বেলাল, আলি আহমদ লিপু, লক্ষীপাশা ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের মেম্বার জালাল আহমদ, সমাজসেবক ফাহাদ আহমদ, শিপাক হোসাইন, কামরুল আহমদ, দিদার আহমদ, শামসুল হক জুন্নাহ, খালেদ আহমদ, মুনতাজুর রহমান নাফি, আল আহবাব, তুহিন আহমদ, মারওয়ান আহমদ, সিজান আহমদ প্রমুখ।
অনুষ্ঠানে বৃহত্তর হেতিমগঞ্জ হেল্পিং হ্যান্ডসের একটি বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসক দল গরীব, অসহায় ও দুস্থ মানুষদের বিনামুল্যে চোখের প্রাথমিক চিকিৎসা, ঔষধ ও চশমা প্রদান এবং ছানি পড়া রোগীদের নির্নয় করেন। ক্যাম্পে প্রায় ৩৫০ জনের অধিক রোগীকে ফ্রি চক্ষু সেবা প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে বক্তরা বলেন, আর্ত মানবতার কল্যাণ ও চিকিৎসা সেবায় প্রতিষ্ঠালগ্ন থেকে বৃহত্তর হেতিমগঞ্জ হেল্পিং হ্যান্ডস নিরলসভাবে কাজ করে যাচ্ছে। হেতিমগঞ্জ হেল্পিং হ্যান্ডসের সেবা ও সহযোগীতা পেয়ে দরিদ্র জনগোষ্ঠী প্রতিনিয়ত উপকৃত হচ্ছেন। তারই ধারাবাহিকতায় কতোয়ালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে দরিদ্র ও সুবিধা বঞ্চিত কয়েক শতাধিক মানুষ চিকিৎসা সেবা পেয়েছেন, যা একটি মহতী ও মানবিক উদ্যোগ।
বক্তারা বৃহত্তর হেতিমগঞ্জ হেল্পিং হ্যান্ডস চিকিৎসা সেবাসহ মানবসেবামূলক কাজ অব্যাহত রাখতে সংশ্লিষ্টদের প্রতি উদাত্ত আহবান জানান। বিজ্ঞপ্তি
সম্পাদক মণ্ডলীর সভাপতি –
তাইজুল ইসলাম ফয়েজ।
প্রধান সম্পাদক – আফরোজ খান
বার্তা সম্পাদক : মোঃ আলমগীর আলম
অফিস : আল মারজান শপিং সেন্টার ( ৩য় তলা), জিন্দাবাজার, সিলেট।
ফোন- 01995-019920 (WhatsApp+Call)
Call +88 0969-6319920
ইমেইল – news.snworld@gmail.com
All Rights Reserved-2010-2025