কিশোরকণ্ঠ সাইন্স অলিম্পিয়াড’২৫ এর পুরস্কার প্রদান অনুষ্ঠান সম্পন্ন

প্রকাশিত: ১২:৫৮ পূর্বাহ্ণ, মে ১৭, ২০২৫

কিশোরকণ্ঠ সাইন্স অলিম্পিয়াড’২৫ এর পুরস্কার প্রদান অনুষ্ঠান সম্পন্ন

দেশের সর্ববৃহৎ শিশু-কিশোর সংগঠন কিশোরকণ্ঠ পাঠক ফোরাম, সিলেট মহানগর কর্তৃক আয়োজিত সাইন্স অলিম্পিয়াড-২৫ এর পুরস্কার প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ১৬ মে, শুক্রবার নগরীর মদন মোহন কলেজ অডিটরিয়ামে উক্ত অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরকণ্ঠ পাঠক ফোরামের কেন্দ্রীয় পৃষ্ঠপোষক জনাব মুহতাসিম বিল্লাহ শাহেদী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফোরামের সিলেট মহানগর ভাইস চেয়ারম্যান জনাব শহীদুল ইসলাম সাজু, সিলেট এমএজি ওসমানী মেডিকেল এ‌র অর্থোপেডিক সার্জারি বিশেষজ্ঞ জনাব ডা: আলী আশরাফ ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল এ‌র ইন্টার্ন ডাঃ ইমদাদ হাসান।

কিশোরকণ্ঠ পাঠক ফোরাম সিলেট মহানগর পরিচালক জনাব আফছার উদ্দীন কামরান এর সভাপতিত্বে,সহকারী পরিচালক নাবিল মাহমুদ নিলয়ের সঞ্চালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, স্কুল প্রতিনিধি আহসান হাবিব, রফিকুল ইসলাম,ছফির উদ্দীন,আবুল হাসান রিয়াদসহ আরো স্কুল প্রতিনিধিবৃন্দ।

উক্ত অলিম্পিয়াডে সিলেট মহানগর এর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রায় ২৭০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

এ সংক্রান্ত আরও সংবাদ