তালুকদার বাড়ি ফাউন্ডেশনের উদ্যোগে নগরীতে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ সামগ্রী ও অর্থ বিতরণ

প্রকাশিত: ৪:৩১ অপরাহ্ণ, মার্চ ২৭, ২০২৫

তালুকদার বাড়ি ফাউন্ডেশনের উদ্যোগে নগরীতে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ সামগ্রী ও অর্থ বিতরণ

“দেশের আর্থ সামাজিক উন্নয়নে প্রবাসীদের অবদান অপরিসীম”

সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক আলোকিত সিলেটের ভারপ্রাপ্ত সম্পাদক গোলজার আহমদ হেলাল বলেছেন, দেশের আর্থ সামাজিক উন্নয়নে প্রবাসীদের অবদান অপরিসীম। যে কোন দুর্যোগ ও সংকটে প্রবাসী বাংলাদেশীদের আমরা সবসময় পাশে পেয়ে থাকি। তিনি প্রবাসীদের দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি হিসেবে উল্লেখ করেন।তিনি বলেন, চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশ আমরা পেয়েছি। দেশে কাজের সুযোগ সৃষ্টি হয়েছে। তাই নতুন বাংলাদেশ গড়তে সকলকে এগিয়ে আসতে হবে।

গোলজার আহমদ হেলাল আজ (২৭/০৩/২৫ইং) বৃহস্পতিবার সকালে নগরীর আখালিয়া নতুন বাজারে(মোহাম্মদী আবাসিক এলাকা) তালুকদার বাড়ি ফাউন্ডেশনের উদ্যোগে সুবিধাবঞ্চিত, দু:স্থ ও অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মুসলিম নগর জামে মসজিদের মোতাওয়াল্লি হাজী মোঃ ইলিয়াছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, সিলেট সিটি কর্পোরেশনের ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর (সংরক্ষিত) রেবেকা বেগম রেনু,বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান, সমাজকর্মী ইকবাল আহমদ,বিশিষ্ট মুরব্বি মহাদ্দুস আলী ,সাইফুল ইসলাম মাস্টার, খয়রুল ইসলাম, মুসলিম নগর জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ কারি ইমন আহমেদ, মুসলিম নগর হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ কারি কামিল আহমদ,তরুণ সমাজসেবক ও সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী (৮নং ওয়ার্ড) আব্দুর রাজ্জাক রাজন, শিল্পী হেলাল আহমদ প্রমুখ। অনুষ্ঠান শতাধিক পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ও নগদ অর্থ প্রদান করা হয়।

 

এ সংক্রান্ত আরও সংবাদ