মুরারিচাঁদ (এমসি) কলেজ গণিত অ্যালামনাই এসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত: ১১:৪০ অপরাহ্ণ, মার্চ ২৩, ২০২৫

মুরারিচাঁদ (এমসি) কলেজ গণিত অ্যালামনাই এসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

মুরারিচাঁদ (এমসি) কলেজ গণিত অ্যালামনাই এসোসিয়েশনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৩ মার্চ) বিকেলে নগরীর বারুতখানাস্থ ফুড প্যারাডাইস রেস্টেুরেন্ট এন্ড পার্টি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড সিলেটের চেয়ারম্যান প্রফেসর মো. আনোয়ার হোসেন চৌধুরী।

সরকারি মদন মোহন কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক ও ইফতার মাহফিল বাস্তবায়ন কমিটির আহবায়ক লে. কর্ণেল মো. মনিরুল ইসলামের সভাপতিত্বে ও সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক মো. সাহিদুল ইসলাম সুহেলের পরিচালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন
সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ড.মো.নজরুল হক চৌধুরী,এসোসিয়েশনের আহবায়ক ও সাবেক পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর অরুণ চন্দ্র পাল,
এমসি কলেজ গণিত বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর তপতী চৌধুরী, এসোসিয়েশনের সদস্য সচিব ও এমসি কলেজের সহকারি অধ্যাপক দিলীপ চন্দ্র রায়, স্বাগত বক্তব্য রাখেন ইফতার মাহফিল বাস্তবায়ন কমিটির পক্ষে মো. মাসুক মিয়া। মো, বেলাল আহমদ, রেজাউর রহমান, সাখাওয়াত হোসেন,রীমা দাশ,সহকারী উপজেলা শিক্ষা অফিসার সোহেল রানা প্রমুখ।
উপস্থিত ছিলেন এমসি কলেজের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক প্রবীর রায়, সহকারী অধ্যাপক মো. কামরুজ্জামান আলমগীর ও অ্যালামনাই সদস্যবৃন্দ।শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত এবং শেষে দোয়া পরিচালনা করেন ইফতার মাহফিল বাস্তবায়ন কমিটির সদস্য ফয়সল মাহমুদ সাকিব খান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আর্ত মানবতার কল্যাণে কাজ করার পাশাপাশি ভ্রাতৃত্ববন্ধন সৃষ্টির লক্ষে মুরারিচাঁদ (এমসি) কলেজ গণিত অ্যালামনাই এসোসিয়েশন কাজ করে যাচ্ছে। রাজনীতি নয়, সৌহাদ্যপূর্ণ সম্পর্ক সৃষ্টির মাধ্যমে সম্মিলিত প্রচেষ্ঠায় সকলে ঐক্যবদ্ধভাবে দেশ, জাতি ও মানুষের পাশে থেকে সহযোগিতার মাধ্যমে কাজ করতে হবে। বক্তারা বলেন, পবিত্র রমজান সিয়াম সাধনা, তাকওয়া অর্জন ও আত্মশুদ্ধির মাস। কল্যাণ ও বরকতের পবিত্র এই মাসে আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষে আত্মশুদ্ধির নিয়মিত চর্চার মাধ্যমে সার্বজনীন কল্যাণে এবং দেশ ও জাতির উন্নতির লক্ষে কাজ করার আহবান জানান। -বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ