সিলেটে বাংলাদেশ সৌদি দূতাবাসের আলোচনা ও ইফতার মাহফিল সম্পন্ন

প্রকাশিত: ৯:০১ অপরাহ্ণ, মার্চ ২০, ২০২৫

সিলেটে বাংলাদেশ সৌদি দূতাবাসের আলোচনা ও ইফতার মাহফিল সম্পন্ন

 

সিলেটে বাংলাদেশ রাজকীয় সাউদী দূতাবাসের রিলিজিয়াস এ্যাটাশে অফিস আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। খাদেমুল হারামাইন আল-শরীফাহন বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল-সউদ (হাঃ) এর উদ্যোগে ইফতার মাহফিল  বুধবার (২০ মার্চ) সিলেট নগরীর মদিনামার্কেটস্থ শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদ্রাসার মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট আলেমে দ্বীন সৌদি ধর্মমন্ত্রনালয়ের দ্বায়ী শায়েখ ড. আইমান আল আনসারী।
সৌদি দুতাবাস ঢাকা’র দ্বায়ী শায়েখ সাঈদ আল-মাদানী’র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইত্তেহাদুল কুররা বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মুফতি আলী হায়দার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা আলাউদ্দিন, মাওলানা সৈয়দ জিল্লুর রহমান ও মাওলানা মুজিবুর রহমান সহ প্রমুখ ওলামায়েকেরামগণ। ইফতার মাহফিলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সৌদি ধর্মমন্ত্রনালয়ের দ্বায়ী শায়েখ ড. আইমান আল আনসারী বলেন, শিরকমুক্ত ঈমানের অধিকারী হতে আমাদের সঠিকভাবে মহাগ্রন্থ্য আল কুরআন ও সহীহ হাদিস থেকে জ্ঞান অর্জন করতে হবে। একইসাথে আমাদের আমলকে করতে হবে বিদআতমুক্ত। তবেই আমরা পরকালে সফলতা অর্জন করতে পারবো।
তিনি বলেন, মানবজাতির মধ্যে উত্তম হলো মুসলিম উম্মাহ। আল্লাহতায়ালা তাঁর বাণী দুনিয়াময় ছড়িয়ে দিতে মুসলিম উম্মাহকে নির্দেশ দিয়েছেন। তাই দ্বায়ী-ইলাল্লাহ হয়ে আমাদের কাজ করে যেতে হবে। তিনি আরো বলেন, ইবাদতের মধ্যে উত্তম হলো সালাত। প্রত্যেক মুসলিমকে সহীহভাবে সালাত আদায়ে মনোযোগী হতে হবে। তিনি বলেন, পবিত্র রমজান মাসকে কাজে লাগিয়ে তাকওয়া অর্জন, আত্মশুদ্ধি ও আত্মগঠনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনে কাজ করতে হবে। তিনি আল্লাহর হুকুম ও রাসূলুলাøহ’র জীবনাদর্শকে জীবনের প্রতিটি ক্ষেত্রে মেনে চলার জন্য সবার প্রতি আহবান জানান।
সভাপত্বির বক্তব্যে সৌদি দুতাবাস ঢাকা’র দ্বায়ী শায়েখ সাঈদ আল-মাদানী বলেন, সৌদি সরকার প্রতিবছর মুসলমানদের খেদমতে ইফতার মাহফিলসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকে। মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্ব ও ঐক্য প্রতিষ্ঠার লক্ষে সৌদি সরকার যতেষ্ঠ ভূমিকা পালন করছে। বিশ্বের বিভিন্ন দেশে মুসলমানদের ঐক্যবদ্ধ রাখতে ও তাদের সমস্যা সমাধানে সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ ও যুবরাজ মুহাম্মদ বিন সালমানের কার্যক্রম অত্যন্ত প্রশংসনীয়। আগামীতেও মুসলিম উম্মাহর খেদমতে সৌদি সরকারের এ ধরনের উদ্যোগ ও কার্যক্রম অব্যাহত থাকবে বলে আমরা আশাবাদী ।-বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ