সিলেট ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৪৮ পূর্বাহ্ণ, মার্চ ১৭, ২০২৫
সিলেট রক্তের অনুসন্ধানে আমরা সংগঠনের অন্যতম প্রজেক্ট “পান্থশালা”র আয়োজন পবিত্র মাহে রমজান উপলক্ষে রবিবার (১৬ মার্চ) ১৫তম রমজানে দক্ষিণ সুরমার ১নং মোল্লার গাঁও এর ৫ নং ওয়ার্ডের আমজদ আলী রুকিয়া সদরখলা জামিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ইফতার বিতরণ ও দোয়া সম্পন্ন হয়।
সিলেট রক্তেরঅনুসন্ধানে আমরা সংগঠনের প্রতিষ্ঠাতা মো:তারেক আহম্মদ এর সার্বিক তত্বাবধানে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ইফতার বিতরণ ও দেশের সমৃদ্ধি ও বিশ্ব শান্তি কামনায় দোয়া পরিচালনা করেন মওলানা তাজুল ইসলাম মাছুম।
এতে প্রধান মেহমান ছিলেন সাংবাদিক উৎফল বড়ুয়া। আরো উপস্থিত ছিলেন সিলেট রক্তের অনুসন্ধানে আমরা সংগঠনের সাংগঠনিক সম্পাদক শাহান আহমেদ, সহ সাংগঠনিক সম্পাদক সাকিব আহমেদ, সহ সাংগঠনিক সম্পাদক নাঈম উদ্দিন,যুগ্ম সম্পাদক তানিম মিয়া, সহ প্রচার সম্পাদক সেনাপতি, সাংস্কৃতিক সম্পাদক আব্দুল কাইয়ুম সাগর,সহ সাংস্কৃতিক সম্পাদক নাঈম আহমেদ, সহ ধর্ম সম্পাদক আব্দুল মুহিত প্রমুখ।
সম্পাদক মণ্ডলীর সভাপতি –
তাইজুল ইসলাম ফয়েজ।
প্রধান সম্পাদক – আফরোজ খান
বার্তা সম্পাদক : মোঃ আলমগীর আলম
অফিস : আল মারজান শপিং সেন্টার ( ৩য় তলা), জিন্দাবাজার, সিলেট।
ফোন- 01995-019920 (WhatsApp+Call)
Call +88 0969-6319920
ইমেইল – news.snworld@gmail.com
All Rights Reserved-2010-2025