সিলেট ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:০০ অপরাহ্ণ, মার্চ ১২, ২০২৫
সিলেট রক্তের অনুসন্ধানে আমরা সংগঠনের অন্যতম প্রজেক্ট “পান্থশালা”র আয়োজন পবিত্র মাহে রমজান উপলক্ষে দক্ষিণ সুরমার বরইকান্দি সুনামপুর মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ইফতার মাহফিলের আয়োজন সম্পন্ন হয়েছে ।
সিলেট রক্তেরঅনুসন্ধানে আমরা সংগঠনের প্রতিষ্ঠাতা মো:তারেক আহম্মদ এর পরিচালনায় মঙ্গলবার ১১ মার্চ মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে ইফতার বিতরণ ও দেশের সমৃদ্ধি ও বিশ্ব শান্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি ছিলেন মোহাম্মদ নজরুল ইসলাম নাজ,প্রধান আর্কষন ছিলেন কামরুন্নেছা খানম শোভা মতিন,বিশেষ অতিথি ছিলেন উৎফল বড়ুয়া, মো: মোশারফ হোসেন ইমরান, সাইফুল ইসলাম, আবেদ আহমেদ, বরইকান্দি সুনামপুর মাদ্রাসা প্রিন্সিপাল মওলানা সাজ্জাদুল রহমান, সিলেট রক্তের অনুসন্ধানে আমরা সংগঠনের সভাপতি সোহাগ আহমেদ, সাংগঠনিক সম্পাদক শাহান, সহ- সাংগঠনিক সম্পাদক সাকিব আহমেদ,সহ- প্রচার সম্পাদক সেনাপতি,ধর্ম সম্পাদক আরাফাত ইসলাম,সহ- ধর্ম সম্পাদক রিফাত হোসেন, সাংস্কৃতিক সম্পাদক কাইয়ুম সাগর,সদস্য : নাঈম আব্দুল আল ইমরান প্রমুখ।
সম্পাদক মণ্ডলীর সভাপতি –
তাইজুল ইসলাম ফয়েজ।
প্রধান সম্পাদক – আফরোজ খান
বার্তা সম্পাদক : মোঃ আলমগীর আলম
অফিস : আল মারজান শপিং সেন্টার ( ৩য় তলা), জিন্দাবাজার, সিলেট।
ফোন- 01995-019920 (WhatsApp+Call)
Call +88 0969-6319920
ইমেইল – news.snworld@gmail.com
All Rights Reserved-2010-2025