সিলেট ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:০৩ অপরাহ্ণ, মার্চ ১১, ২০২৫
সিলেট নগরীর আখালিয়া তপোবন আবাসিক এলাকায় তপোবন যুব ফোরামের উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মঙ্গলবার (১১ মার্চ) মসজিদ প্রাঙ্গণে তপোবন যুব ফোরামের তত্বাবধায়নে বিভিন্ন শ্রেণির পেশার প্রায় ৩০০ জন মুসল্লি ইফতার ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।
তপোবন ফোরামের সভাপতি মো: আবু জাবেরের সভাপতিত্বে এবং ফোরামের অর্থ সম্পাদক মোঃ আব্দুল মুমিত এর সঞ্চালনায় বক্তব্য রাখেন তপোবন জামে মসজিদের সভাপতি আ.ন.ম.ওহিদ কনা মিয়া, তপোবন হাউজিং কল্যাণ সমিতির সভাপতি সাংবাদিক আব্দুল মুহিত চৌধুরী।
স্বাগত বক্তব্য রাখেন ফোরামের সাধারণ সম্পাদক মো.মাহফুজ হাসান খান মিসবাহ।
অনুষ্ঠিত ইফতার মাহফিলের পূর্বে আলোচনা এবং দোয়া পরিচালনা করেন তপোবন জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মুফতি নোমান সাদী।
ইফতার পুর্ব সংক্ষিপ্ত আলোচনায় উপস্থিত সকলে তপোবন যুব ফোরামের এই উদ্যোগকে স্বাগত জানান এবং এর ধারাবাহিকতা অব্যাহত রাখতে যুব সমাজের প্রতি আহবান জানান উপস্থিত মুরুব্বীয়ানগণ।
তারা আরও বলেন, প্রতিবছর ইফতার ও দোয়া মাহফিল করার যে উদ্যোগ এ সমাজের যুবকেরা নিয়েছে সেটা খুব ভালো উদ্যোগ ও নেকীর কাজ। এ ইফতার মাহফিল যাতে প্রতিবছর চলমান থাকে এজন্য আমরা যুবকদের সর্বাত্মক সাহায্য-সহযোগিতা করবো এবং এতে স্বতঃস্ফূর্তভাবে অংশ গ্রহণ করবো ইনশাআল্লাহ।
সম্পাদক মণ্ডলীর সভাপতি –
তাইজুল ইসলাম ফয়েজ।
প্রধান সম্পাদক – আফরোজ খান
বার্তা সম্পাদক : মোঃ আলমগীর আলম
অফিস : আল মারজান শপিং সেন্টার ( ৩য় তলা), জিন্দাবাজার, সিলেট।
ফোন- 01995-019920 (WhatsApp+Call)
Call +88 0969-6319920
ইমেইল – news.snworld@gmail.com
All Rights Reserved-2010-2025