সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র নিজস্ব ভবন নির্মাণ কাজের উদ্বোধন

প্রকাশিত: ১০:৩৮ অপরাহ্ণ, মার্চ ১, ২০২৫

সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র নিজস্ব ভবন নির্মাণ কাজের উদ্বোধন

 

সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এসএমসিসিআই) এর নিজস্ব ভবন নির্মাণ কাজের উদ্বোধন গতকাল ১ মার্চ শনিবার বিকালে নগরীর কুমারপাড়াস্থ ক্রয়কৃত ভূমিতে শুরু হয়েছে।
এসএমসিসিআই-এর নিজস্ব ক্রয়কৃত ভূমিতে মাটি কাঁটার মাধ্যমে নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন এসএমসিসিআই এর সভাপতি আফজাল রশীদ চৌধুরী, পরিচালক জিয়াউল গণী আরিফীন, মাহবুবুর রহমান, অজয় ধর, মোঃ ফেরদৌস আলম, মোঃ জহির হোসেন, রাজীব ভৌমিক, মোহাম্মদ আব্দুল্লাহ, প্রাক্তন সহ সভাপতি মাওলানা খায়রুল হোসেন, প্রাক্তন পরিচালক আলীমুছ ছাদাত চৌধুরী, খলিলুর রহমান মাছুম, সদস্য তোফায়েল আহমদ লিমন, আব্দুল্লাহ-আল হারুন, এনামুল কুদ্দুছ চৌধুরী, মাহবুবুল হক চৌধুরী, জাকির আহমদ চৌধুরী, মোঃ খায়রুল ইসলাম, খোয়াজ রহিম সবুজ, সুব্রত ধর, আব্দুল আহাদ চৌধুরী, বিল্ডিং এর ডিজাইনার ইঞ্জিনিয়ার মোঃ মুখলেছুর রহমান প্রমুখ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এসএমসিসিআই) এর নিজস্ব ভবন নির্মাণ কাজ সুষ্ঠু ও সুন্দর ভাবে সম্পন্ন হওয়ার লক্ষ্যে মোনাজাত পরিচালনা করেন কুমারপাড়া জামে মসজিদের পেশ ইমাম মুফতি মাওলানা মোঃ রেজোয়ান। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ