২২০ টি পরিবারের মাঝে প্রবাসী সাংবাদিক জাবেদ আহমদের “রমজান ফুডপ‍্যাক ২০২৫” বিতরণ

Sylhet News World
প্রকাশিত ফেব্রুয়ারি ২৬, ২০২৫
২২০ টি পরিবারের মাঝে প্রবাসী সাংবাদিক জাবেদ আহমদের “রমজান ফুডপ‍্যাক ২০২৫” বিতরণ

প্রতিবছরের ন‍্যায় এবারও আমেরিকা প্রবাসী সাংবাদিক জাবেদ আহমদ এর পরিবারের পক্ষ থেকে ২২০ টি পরিবার ও কয়েকটি মাদ্রাসায় রমজান ফুডপ‍্যাক বিতরণ করা হয়। সাংবাদিক আফরোজ খানের তত্বাবধানে দক্ষিণ সুরমার রাহিমা জামেয়া ইসলামিয়া গঙ্গানগর মাদরাসা ও এতিমখানায় ৫০ কেজি চাল সহ বিভিন্ন খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে বুধবার। এছাড়াও কয়েকজন অসহায় মানুষকেও খাদ্য সামগ্রী দেওয়া হয়েছে।

খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে
২৫ কেজি চাল
১ কেজি রসুন
১ কেজি খেজুর
৫ কেজি পিয়াজ
২ লিটার সয়াবিন তেল
৩ কেজি ডাল
৮ কেজি আলু
১ কেজি লবন
২ কেজি চানা