সিলেট ২২শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৫১ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২৫
সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো: রেজাউল করিম পিপিএম সেবা বলেছেন, পতিত স্বৈরাচারের দোসর, সন্ত্রাসী ও অপরাধীদের গ্রেফতার করা হবে।সন্ত্রাসী ও অপরাধী এবং ফ্যাসিস্টদের দোসরদের তালিকা ও তথ্য দিয়ে সহযোগিতা করতে নগরবাসীর প্রতি তিনি আহবান জানান।
শনিবার (০৮/০২/২০২৫) রাতে এসএমপি সদর দপ্তর কনফারেন্স রুমে এসএমপি’র পুলিশ কমিশনার মোঃ রেজাউল করিম সাম্প্রতিক আইন-শৃঙ্খলা বিষয়ে এক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।
সভায় সিলেট রেঞ্জ ডিআইজি মোঃ মুশফেকুর রহমান, কর্ণেল জিএস ডিজিএফআই সিলেট, বাংলাদেশ সেনাবাহিনী ৩৪ বীর এর মেজর মেহেদী হাসান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ছাত্র সমন্বয়কবৃন্দ, ব্যবসায়ী নেতৃবৃন্দ, সাংবাদিক নেতৃবৃন্দ হিন্দু,বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ নেতৃবৃন্দ ও বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।
রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও ছাত্র সমন্বয়কবৃন্দ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যা মামলার আসামিদের গ্রেফতার, মামলাসমূহের তদন্ত দ্রুত সম্পন্ন করা এবং জুলাই আগস্ট মাসে অবৈধ অস্ত্র প্রদর্শনকারীদের গ্রেফতার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি জানান।পতিত স্বৈরাচারের দেশবিরোধী ষড়যন্ত্র ও তৎপরতার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।তাছাড়া চুরি ছিনতাই প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখা এবং ফুটপাত দখলমুক্ত করার আহ্বান জানান।নেতৃবৃন্দ ও সমন্বয়করা সিলেটবাসীকে আশ্বস্ত করেছেন যে, শহরের কোনো ব্যবসা প্রতিষ্ঠান ও বাসা বাড়িতে ভাংচুর অগ্নিসংযোগ করা হবে না বা কোনো নিরীহ ব্যক্তি হয়রানির শিকার হবে না।
পুলিশ কমিশনার মহোদয় বলেন, “প্রকৃত অপরাধী যে-ই হোক, তাকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে পুলিশ সম্পূর্ণ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছে। সকলের ঐক্য ও সহযোগিতার কারণে সিলেটে কোনো বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি।”
তিনি আরও বলেন, “গুজবে কান দেওয়া উচিত নয়। বিশেষ করে, সামাজিক যোগাযোগ মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়, যা থেকে সবাইকে সতর্ক থাকতে হবে। প্রত্যেক নাগরিককে দায়িত্বশীল আচরণ করতে হবে। এখানকার রাজনৈতিক নেতৃবৃন্দ দূরদৃষ্টিসম্পন্ন, যা সমাজে শান্তি বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
পুলিশ কমিশনার আরও উল্লেখ করেন, “এই দেশ আমাদের, এবং আমাদের দায়িত্ব হলো ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাধারণ জনগণ সবাই মিলে একটি সুন্দর ও নিরাপদ পরিবেশ তৈরি করতে চাই।”অপরাধ দমনে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, “কোনো দুস্কৃতকারী যেন পরিস্থিতির সুযোগ নিতে না পারে, সেদিকে সবার নজর রাখতে হবে।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মুঃ মাসুদ রানা, পিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি, অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ এহ্সান শাহ্, পিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার (ডিবি) বি.এম. আশরাফ উল্যাহ তাহের, উপ-পুলিশ কমিশনার (দক্ষিন) মোঃ সজীব খান, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) শাহরিয়ার আলম , অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি এন্ড মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), সিলেট সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিয়া সুলতানা, এনএসআই এর সহকারী পরিচালক এস এম মঈন উদ্দীন, র্যাব-৯ এর উপ-সহকারী পরিচালক শিমুল দাস, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, সিলেট জেলা বিএনপি‘র সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট জেলা বিএনপি‘র সাধারণ সম্পাদক এ্যাডভোকেট ইমরান আহমেদ চৌধুরী, সিলেট মহানগর বিএনপি‘র ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান লোদী, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট মহানগর আমীর মোঃ ফখরুল ইসলাম, সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট আব্দুর রব,বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর এর সভাপতি মাওলানা গাজী রহমত উল্লাহ, বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর এর সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা এমরান আলম, বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর এর সহ:সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুল গাফফার, জমিয়তে ওলামায়ে ইসলাম সিলেট মহানগর এর সভাপতি মাওলানা খলিলুর রহমান, জমিয়তে ওলামায়ে ইসলাম সিলেট মহানগর এর সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মালিক চৌধুরী, ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর এর সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ, সিলেট জেলা বিএনপি‘র সহ দপ্তর সম্পাদক মাহবুব আলম, সিলেট মহানগর বিএনপি‘র সহকারী সাধারণ সম্পাদক আক্তার হোসেন, বাংলাদেশ খেলাফত মজলিস এর সহ সভাপতি মাওলানা সানাউল্লাহ, হিন্দু,বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট জেলার সভাপতি বিজয় কৃষ্ণ বিশ্বাস, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর এর সভাপতি প্রদীপ কুমার দেব, হিন্দু,বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট মহানগর এর যুগ্ম সম্পাদক জি ডি রুমু, খেলাফত মজলিস সিলেট মহানগর এর সহ সভাপতি আব্দুল হান্নান তাপাদার, খেলাফত মজলিস সিলেট মহানগর এর সহ সভাপতি শাহ আশিকুর রহমান, খেলাফত মজলিস সিলেট মহানগর এর সহ: সা: সম্পাদক মাসুদ আহমদ, ছাত্র সমন্বয়ক (শাবিপ্রবি) দেলোয়ার হোসেন শিশির, সমন্বয়ক আবু ছালেহ মো. নাছিম, ছাত্র মেহেদী হাসান তালুকদার, বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার মহাসচিব আব্দুর রহমান রিপন, বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার সহ-সভাপতি মুনিম মল্লিক সহ বিভিন্ন অঙ্গসংগঠনের সদস্যবৃন্দসহ এসএমপি পুলিশের বিভিন্ন পদবীর অফিসারবৃন্দ।
ডিআইজি মুশফেকুর রহমান বলেন, আওয়ামীলীগ আর ঘুরে দাঁড়াতে পারবে না।দেশের বাইরে বসে জুম মিটিং করে লাভ হবে না। তিনি বলেন, পতিত স্বৈরাচার ও ফ্যাসিস্ট আওয়ামীলীগ যখন ক্ষমতায় ছিল তখন তাদের সাথে পুলিশ ছিল, র্যাব ছিল, বিজিবি ছিল, বিচার বিভাগ ছিল, প্রোটোকল ছিল, সব ছিল। কিন্তু টিকে থাকতে পারেনি। পতিত স্বৈরাচার ও তার সহযোগীদের উস্কানি ও ষড়যন্ত্রের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হবে।
পুলিশ কমিশনার জানান পুলিশের বড় বড় অফিসার যারা ফ্যাসিস্টদের সহযোগী ছিল ও ছাত্র আন্দোলন দমন ও নিপীড়নে ভূমিকা ছিল তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। তিনি বলেন, আইনের উর্ধে কেউ নয়।আইন সবার জন্য সমান উল্লেখ করে তিনি বলেন, আইন ও প্রশাসন নিজস্ব গতিতে চলবে।
সভায় বাংলাদেশ সেনাবাহিনী ৩৪ বীর এর মেজর মেহেদী হাসান জানান,সিলেট সেনানিবাস থেকে শেখ মুজিবের মুরাল সরানো হয়েছে।তিনি বলেন,আমাদের নিকট লোকজন জায়গা জমির বিরোধ নিয়ে আসে। একাজ তো আমাদের না। তিনি পতিত স্বৈরাচারগোষ্ঠি ও অপরাধীদের তথ্য দেয়ার আহবান জানিয়ে বলেন, তালিকা দিন, আমরা ওদের ধরে নিয়ে আসব।
সভায় বক্তারা ছাত্র জনতার উত্তেজনা ও ক্ষোভ প্রশমন করতে যেখানে যেখানে শেখ মুজিবের মুর্তি ও ভাস্কর্য আছে,সেগুলো স্ব উদ্যোগে সরিয়ে ফেলতে সংশ্লিষ্টদের অনুরোধ জানান।
সম্পাদক মণ্ডলীর সভাপতি –
তাইজুল ইসলাম ফয়েজ।
প্রধান সম্পাদক – আফরোজ খান
বার্তা সম্পাদক : মোঃ আলমগীর আলম
অফিস : আল মারজান শপিং সেন্টার ( ৩য় তলা), জিন্দাবাজার, সিলেট।
ফোন- 01995-019920 (WhatsApp+Call)
Call +88 0969-6319920
ইমেইল – news.snworld@gmail.com