ভাষা শহিদদের স্মরণে ‘৫২ প্রশ্নে ২১ পুরস্কার’ কুইজ প্রতিযোগিতা

প্রকাশিত: ৬:২৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০২৫

ভাষা শহিদদের স্মরণে ‘৫২ প্রশ্নে ২১ পুরস্কার’ কুইজ প্রতিযোগিতা

ভাষার মাস ফেব্রুয়ারি। শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহিদদের স্মরণে মুরারিচাঁদ কবিতা পরিষদ কর্তৃক আয়োজিত ১০ম ‘৫২ প্রশ্নে ২১ পুরস্কার’ কুইজ প্রতিযোগিতার পরীক্ষা অনুষ্ঠিত।

৮ ফেব্রুয়ারি, শনিবার। সকাল ১১:০০ টায় মুরারিচাঁদ কলেজের একাডেমিক ভবনে প্রায় এক শতাধিক শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগিতার পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার শুরুতে হল পরিদর্শন করেন মুরারিচাঁদ কবিতা পরিষদের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক সুনীল ইন্দু অধিকারী।

সুনীল ইন্দু অধিকারী বলেন, মুরারিচাঁদ কলেজের সকল বর্ষের শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতা পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ থাকার ফলে একাদশ থেকে মাস্টার্স পর্যন্ত একটি প্রতিযোগিতার সৃষ্টি হয়। যার ফলে শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটে। মুরারিচাঁদ কবিতা পরিষদ সৃজনশীল উদ্যোগে কলেজের সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে কাজ করে যাচ্ছে।

মুকপের সাবেক সভাপতি লক্ষণ রায় সরকার বলেন, মুরারিচাঁদ কবিতা পরিষদ, এম.সির নান্দনিক ক্যাম্পাসে চিন্তার বিকাশে সর্বদা নিয়োজিত মুক্তিযুদ্ধের চেতনায় সাহিত্য সংস্কৃতি বান্ধব সমাজ বিনির্মাণে কাজ করে যাচ্ছে।

মুকপের সাবেক সভাপতি এনামুল ইমাম বলেন, ভাষাশহিদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য আয়োজন হচ্ছে ‘৫২ প্রশ্নে ২১ পুরস্কার কুইজ প্রতিযোগিতা’ এই প্রতিযোগিতার প্রধান উদ্দেশ্যে হচ্ছে তরুণদের স্বদেশ এবং স্বভাষা সম্পর্কে জানতে আগ্রহী করে তোলা।

কুইজে অংশগ্রহণকারী সাদেকা শাহরিন জানায়, “৫২ প্রশ্নে ২১ পুরস্কার’ কুইজ প্রতিযোগিতায় আমি অংশগ্রহণ করেছি। কুইজ প্রতিযোগিতায় প্রশ্নের মানও অনেক ভালো ছিল। আমার মনে হয় এরকম পরিক্ষাগুলো বাংলা ভাষা সাহিত্য সম্পর্কে আমাদের জানতে আরো উৎসাহী করবে। এখানে অনেক নতুন নতুন তথ্য নির্ভর প্রশ্ন ছিল যা থেকে জানার আগ্রহটা আরও বেড়ে গেছে।

মুকপের বর্তমান সভাপতি মইনুল হাসান আবির জানায়, প্রতি বছররের ন্যায় এবার ১০তম কুইজের পরিক্ষা ছিল আমরা সুন্দর এবং সুশৃঙ্খলভাবে কুইজ প্রতিযোগিতার পরীক্ষাটি নিয়েছি। পরিক্ষার ফলাফল এবং পুরস্কার মুরারিচাঁদ কলেজ তিনদিন ব্যাপী ৭ম বইমেলায় ২১ ফেব্রুয়ারি সমাপনীর দিন দেওয়া হবে।

এসময় আরও উপস্থিত ছিলেন, আহমেদ আনোয়ার, নির্মল দেব, মুরারিচাঁদ কবিতা পরিষদ’র কার্যনির্বাহী কমিটির সিজান শেখ, আহমদ হাসান মান্না, মোহাম্মদ আলী জাবের তালুকদার, সামিয়া আক্তার, মিলাদ আহমদ, উদয় সরকার, সজিব তালুকদার, ওমা দেব, বর্ণালি চক্রবতী, সুবর্ণা তালুকদার, অনুশুয়া অতসী, ইউসুফ আল আজাদ, লুবনা, নাজিয়া, জীবন দাস পার্থ, স্মিতা নাগ, পাহেল মিয়া ও দায়িত্বপ্রাপ্ত সদস্যবৃন্দ।

এ সংক্রান্ত আরও সংবাদ