সিলেট ১৯শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:১৯ অপরাহ্ণ, জানুয়ারি ২৩, ২০২৫
রাস্তায় গাছ ফেলে বাস ও মাইক্রোসহ একে একে ২০টি গাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে সুনামগঞ্জের পাগলা-জগন্নাথপুর আঞ্চলিক সড়কের দাড়াখাই এলাকায়। ডাকাতরা চালকদের মারধর করে যাত্রীদের কাছ থেকে মোবাইল ফোন, নগদ টাকা এবং স্বর্ণালংকার লুটে নেয়।
বুধবার (২২ জানুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে ছাতক উপজেলার ভাতগাঁও এলাকায় এই ঘটনা ঘটে।
বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন ছাতক থানার ওসি গোলাম কিবরিয়া হাসান।
তিনি জানান, প্রায় ১৫-২০ জনের ডাকাত দল ধারালো অস্ত্র নিয়ে বেশ কয়েকটি গাড়িতে ভাঙচুর চালিয়ে এবং চালক-যাত্রীদের মারধর করে তাদের কাছ থেকে মূল্যবান জিনিসপত্র ছিনতাই করে। ডাকাতরা প্রথমে একটি ট্রাক আটকিয়ে চালককে মারধর করে এবং তারপর গাছ ফেলে রাস্তায় আটকে রাখে। এর ফলে সেখানে আটকা পড়ে বাসসহ অন্তত ২০টি গাড়ি। এরপর একে একে সব গাড়িতেই ডাকাতি করে তারা।
এসময় পার্শ্ববর্তী গ্রাম ও কলকলি বাজারের মানুষজন এগিয়ে এলে ডাকাতরা পালিয়ে যায়।
স্থানীয় গণমাধ্যমকর্মী জুবায়ের হোসেন জানান, তাদের গাড়ি ঘটনাস্থলে পৌঁছানোর পর ডাকাতদের কবলে পড়ে। তাদের গাড়ির চালকও মারধরের শিকার হন। ডাকাতদের হাতে রাম দা ও ধারালো অস্ত্র ছিল এবং তারা কয়েকজন বিদেশগামী যাত্রীদেরও জিম্মি করে মোবাইল, টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নেয়।
এ ঘটনায় জাউয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুল কবির বলেন, পাগলা-জগন্নাথপুর আঞ্চলিক সড়কে কুয়াশার মধ্যে রাস্তায় গাছ ফেলে ঢাকা থেকে আসা আল মোবারক নামের একটি বাস ও একটি নোহা গাড়িসহ কয়েকটি গাড়িতে ডাকাতি হয়েছে। আমরা ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে ছুটে যাই।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং পুলিশ ব্যবস্থা নিতে শুরু করেছে
সম্পাদক মণ্ডলীর সভাপতি –
তাইজুল ইসলাম ফয়েজ।
প্রধান সম্পাদক – আফরোজ খান
বার্তা সম্পাদক : মোঃ আলমগীর আলম
অফিস : আল মারজান শপিং সেন্টার ( ৩য় তলা), জিন্দাবাজার, সিলেট।
ফোন- 01995-019920 (WhatsApp+Call)
Call +88 0969-6319920
ইমেইল – news.snworld@gmail.com