নগরীর রায়নগর দর্জিবন্দের অবসরপ্রাপ্ত তহশীলদার মর্তুজা আলীর ইন্তেকাল:আজ বাদ এশা জানাজা

সিলেট নিউজ ওয়ার্ল্ড
প্রকাশিত জানুয়ারি ২২, ২০২৫
নগরীর রায়নগর দর্জিবন্দের অবসরপ্রাপ্ত তহশীলদার মর্তুজা আলীর ইন্তেকাল:আজ বাদ এশা জানাজা

 

সিলেট নগরীর রায়নগর দর্জিবন্দ বসুন্ধরা আবাসিক এলাকার বাসিন্দা, বায়তুল মওলা জামে মসজিদের সভাপতি (মোতাওয়াল্লি) অবসরপ্রাপ্ত তহশিলদার মোঃ মর্তুজা আলী (৯২) মঙ্গলবার (২১ জানুয়ারি) বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।মৃত্যুকালে তিনি দুই ছেলে ও তিন মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।তাঁর ইন্তেকালে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মরহুমের জানাজার নামাজ আজ বুধবার (২২ জানুয়ারি) বাদ এশা রায়নগর বায়তুল মওলা জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।মরহুমের পরিবারের পক্ষ থেকে জানাজার নামাজে সকলের উপস্থিতি ও দোয়া কামনা করা হয়েছে।

উল্লেখ্য মো. মর্তুজা আলী মৃত ছমরু মিয়ার ছেলে ও নগরীর তালতলাস্থ হিলটাউন হোটেলের স্বত্ত্বাধিকারী মস্তরি মিয়ার ভাই।