সিলেট ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৫৮ অপরাহ্ণ, জানুয়ারি ২২, ২০২৫
মৌলভীবাজারের কুলাউড়ায় অবৈধভাবে ফসলি জমির মাটি কেটে অরক্ষিত অবস্থায় পরিবহন ও রাস্তাঘাটের ক্ষতিসাধনসহ বিভিন্ন অপরাধে ৩টি ট্রাক জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২২ জানুয়ারি) সকালে উপজেলার জয়চণ্ডী ইউনিয়নের দিলদারপুর চা বাগান সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এসব ট্রাক জব্দ করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, জয়চণ্ডীর বিভিন্ন জায়গা থেকে প্রায়ই কৃষি জমি থেকে মাটি কাটার অভিযোগ আসছিলো। এরই ধারাবাহিকতায় বুধবার সকালে দিলদারপুর চা বাগান সংলগ্ন এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাটিভর্তি ৩টি ট্রাক জব্দ করা হয়।
তিনি আরও জানান, ঘটনাস্থলে সরাসরি কাউকে না পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যায়নি। জব্দকৃত ট্রাকগুলো এসিল্যান্ড অফিসের সামনে রাখা হয়েছে বলেও জানান তিনি।
সম্পাদক মণ্ডলীর সভাপতি –
তাইজুল ইসলাম ফয়েজ।
প্রধান সম্পাদক – আফরোজ খান
বার্তা সম্পাদক : মোঃ আলমগীর আলম
অফিস : আল মারজান শপিং সেন্টার ( ৩য় তলা), জিন্দাবাজার, সিলেট।
ফোন- 01995-019920 (WhatsApp+Call)
Call +88 0969-6319920
ইমেইল – news.snworld@gmail.com
All Rights Reserved-2010-2025