সিলেট ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:১৭ অপরাহ্ণ, জানুয়ারি ২২, ২০২৫
হবিগঞ্জের আজমিরীগঞ্জে সদর ইউনিয়নের কুশিয়ারা শাখা নদী থেকে মাথা বিহীন বস্তাবন্দি একটি মরদেহ স্থানীয়দের সহযোগীতায় উদ্ধার করেছে পুলিশ। তবে মরদেহের মাথা না থাকা ও শরীরের অংশ বেশির ভাগ পচে গলে যাওয়ায় লাশের পরিচয় শনাক্ত করা যায়নি।
মঙ্গলবার (২১ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সদর ইউনিয়নের উদ্ভবপুর গ্রাম সংলগ্ন কুশিয়ারা নদী থেকে মাথা বিহীন মরদেহটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে মরদেহটি বেশ কয়েকদিনের পুরোনো।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। আজমিরীগঞ্জ থানার ওসিসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করেন।
আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মাঈদুল হাছান বলেন, মরদেহের হাতে একটি বিশেষ ধরনের মালা রয়েছে তবে মরদেহটি নারী নাকি পুরুষ সেটি এখনো বলা যাচ্ছেনা। আমরা আইনানুগ ভাবে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করছি।
সম্পাদক মণ্ডলীর সভাপতি –
তাইজুল ইসলাম ফয়েজ।
প্রধান সম্পাদক – আফরোজ খান
বার্তা সম্পাদক : মোঃ আলমগীর আলম
অফিস : আল মারজান শপিং সেন্টার ( ৩য় তলা), জিন্দাবাজার, সিলেট।
ফোন- 01995-019920 (WhatsApp+Call)
Call +88 0969-6319920
ইমেইল – news.snworld@gmail.com