সিলেট ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:২৯ অপরাহ্ণ, জানুয়ারি ২০, ২০২৫
সিলেট জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়ন রেজি নং সিলেট-৭০ এর উদ্যোগে মেহনতী শ্রমিকদের মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান গত ২০ জানুয়ারি সোমবার সন্ধ্যায় নগরীর তালতলায় অনুষ্ঠিত হয়।
সিলেট জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি রেজাউল করিম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাবুল মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী আবিদুর রেজা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা রিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, মৎসজীবী শ্রমিক ইউনিয়ন সিলেট মহানগর সভাপতি আব্দুল মালিক।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা রিকশা শ্রমিক ইউনিয়নের কোষাধ্যক্ষ মিজানুর রহমান মোল্লা, প্রচার সম্পাদক আব্দুস সোবহান, সদস্য মোবারক আলী, শেরে আলম, জহুরুল হক প্রমুখ। এছাড়াও নির্মাণ শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শ্রমিকদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শীত মৌসুমে বিভিন্ন এলাকায় শীতের প্রকোপট চলছে। শীত নিবারণে শ্রমিকগণ শীতবস্ত্র ক্রয় করতে পারছেন না। ঠিক তেমনি এক সময় সিলেট জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের শীতবস্ত্র বিতরণ করা একটি মহতী উদ্যোগ। বক্তারা এই সংগঠনের মতো অন্যান্য সামাজিক ও পেশাজীব সংগঠন সহ সমাজের বিত্তবানদেরকে শ্রমিকদের জীবন মান উন্নয়ন ও কল্যাণে এগিয়ে আসার আহবান জানান।
সম্পাদক মণ্ডলীর সভাপতি –
তাইজুল ইসলাম ফয়েজ।
প্রধান সম্পাদক – আফরোজ খান
বার্তা সম্পাদক : মোঃ আলমগীর আলম
অফিস : আল মারজান শপিং সেন্টার ( ৩য় তলা), জিন্দাবাজার, সিলেট।
ফোন- 01995-019920 (WhatsApp+Call)
Call +88 0969-6319920
ইমেইল – news.snworld@gmail.com