সিলেট ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৩৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৩, ২০২৪
সিলেটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পেশাগত দায়িত্ব পালনের সময় পুলিশের গুলিতে নিহত দৈনিক নয়া দিগন্তের সিলেট প্রতিনিধি এটিএম তুরাবের কবর জিয়ারত করেছেন সিলেটের জেলা প্রশাসক মাহবুব মুরাদ।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) জুম্মার নামাজ শেষে নিহত সাংবাদিক এটিএম তুরাবের গ্রামের বাড়ি সিলেটের বিয়ানীবাজার পৌরসভার ফতেহপুরস্থ পারিবারিক কবরস্থানে স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দের উপস্থিতিতে কবর জিয়ারত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজি শামিম আহমদ, বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অকিল উদ্দিন আহম্মদ, বিয়ানীবাজার থানার এস আই আসাদ উদ্দিন, বিয়ানীবাজার উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা ফয়জুল ইসলাম, নিহত সাংবাদিক তুরাবের বড় ভাই আবুল আহসান মো. আজরফ (জাবুর) প্রমুখ।
নিহত সাংবাদিক তুরাবের বড় ভাই আবুল আহসান মো. আজরফ (জাবুর) বলেন, সিলেটের জেলা প্রশাসক সহ বিয়ানীবাজার উপজেলার নির্বাহী কর্মকর্তা সহ সকল প্রশাসনিক কর্মকর্তার আজ আমার ভাইয়ের কবর জিয়ারতে এসেছেন। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি তাদের প্রতি। সেই সাথে আমার ভাইয়ের হত্যাকারীদের বিচার যেন দ্রুত শুরু হয় এ বিষয়ে আমাকে জেলা প্রশাসক আস্বস্ত করেছেন।
উল্লেখ্য, গত ১৯ জুলাই (শুক্রবার) সিলেটের কোট পয়েন্টে জুম্মার নামাজের পর পেশাগত দায়িত্ব পালনের সময় পুলিশের গুলিতে নিহত হন সাংবাদিক এটিএম তুরাব। তুরাব পেশাগত জীবনে সিলেটের বিয়ানীবাজারের সপ্তাহ জুড়ে পত্রিকা, গোলাপগঞ্জ বিয়ানীবাজারের সাপ্তাহিক সংবাদ পত্রিকা থেকে যাত্রা শুরু করে সিলেটের প্রথম সারির দৈনিক জালালাবাদের স্টাফ রিপোর্টার ও জাতীয় দৈনিক নয়া দিগন্তের ব্যুরো চীফ হিসেবে কর্মরত ছিলেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি –
তাইজুল ইসলাম ফয়েজ।
প্রধান সম্পাদক – আফরোজ খান
বার্তা সম্পাদক : মোঃ আলমগীর আলম
অফিস : আল মারজান শপিং সেন্টার ( ৩য় তলা), জিন্দাবাজার, সিলেট।
ফোন- 01995-019920 (WhatsApp+Call)
Call +88 0969-6319920
ইমেইল – news.snworld@gmail.com
All Rights Reserved-2010-2025