সিলেটে ৩টি প্রতিষ্ঠানকে আড়াই লাখ টাকা জরিমানা

প্রকাশিত: ৬:৪৪ অপরাহ্ণ, |                          

সিলেটের ফেঞ্চুগঞ্জে অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি করার দায়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট ও র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯ এর যৌথ অভিযানে ৩টি প্রতিষ্ঠানকে আড়াই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি ) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত ফেঞ্চুগঞ্জ থানা এলাকায় অভিযান চলে।

র‌্যাব জানায়, মঙ্গলবার সকাল থেকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক মো.আমিরুল ইসলাম মাসুদ ও র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার মো.সামিউল আলম এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে কুশিয়ারা ফুডসকে ১ লাখ টাকা, সৌদিয়া বেকারী এন্ড কোম্পানীকে ৫০ হাজার টাকা, এশিয়া ফুডসকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। মোট আড়াই লাখ টাকা তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি আফসান-আল-আলম বলেন, মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানাকৃত অর্থ সরকারি কোষাগারে জমা প্রদান করা হয়েছে।