বাংলাদেশ হিন্দু যুব পরিষদ সিলেট জেলা কমিটি ঘোষণা

প্রকাশিত: ৪:৫১ অপরাহ্ণ, |                          

বাংলাদেশ হিন্দু যুব পরিষদ সিলেট জেলা শাখার ৭৭ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটি ঘোষণা করেন বাংলাদেশ হিন্দু যুব পরিষদ কেন্দ্রীয় কমিটির আহবায়ক দেবাশীষ সাহা ও বাংলাদেশ হিন্দু যুব পরিষদের সদস্য সচিব ঝন্টু গোস্বামী। কমিটিতে সভাপতি পদে নিপু দাস, সহ-সভাপতি পদে রতন চন্দ্র রায়, রুপেন্দ্র দাশ,নিপেন্দ্র চন্দ্র দাস,সজল সরকার মৃদুল রায় চৌধুরী, শিপন রায়,অজয় চন্দ্র নাথ,শাওন দেব,সাধারণ সম্পাদক পদে বিপ্লব কুমার পাল, সহ-সাধারন সম্পাদক পদে রাজন মনি নাথ, উজ্জ্বল দেবনাথ,রাজন রায় চৌধুরী,অমিয় আচার্য্য(টিটু), সুব্রত চকদার, উওম চক্রবর্তী,লিটন চন্দ্র নাথ,রাজন নাথ,
সাংগঠনিক সম্পাদক টিটু রঞ্জন দাশ,সহ সাংগঠনিক সম্পাদক রাজিব চন্দ্র নাথ, পীযুষ দাস,প্রনব পুরকায়স্থ, রিংকু আচার্য্য, মিটু বর্মন, মহিলা বিষয়ক সম্পাদিকা সবিতা রানী দাস, সহ মহিলা বিষয়ক সম্পাদিকা, যশোদা রানী নাথ,অ্যাপায়ন সম্পাদক হিপলু দে,সহ অ্যাপায়ন সম্পাদক উওম চন্দ্র দে, সুজন মালাকার।
মঠ ও মন্দির বিষয়ক সম্পাদক, অজয় দেব। সহ মঠ ও মন্দির বিষয়ক সম্পাদক শুভ দেব জনি,নিখিল দেব।
যুব বিষয়ক সম্পাদক চন্দন দাস। সহ যুব বিষয়ক সম্পাদক কৃষ্ণপদ চক্রবর্ওী,আনন্দ দেবনাথ, দপ্তর সম্পাদক মৃদুল দে,সহ দপ্তর সম্পাদক শিশির দেব,জয় ছএী, অমিত নায়েক,প্রচার সম্পাদক জনি রায়,সহ প্রচার সম্পাদক উজ্জল মালাকার লনী সরকার, প্রদীপ দে সজল আচার্য্য,সাংস্কৃতিক সম্পাদক কাজল চন্দ্র নাথ,সহ সাংস্কৃতিক সম্পাদক প্রদ্যুৎ দাস,রুবেল হালদার, হৃদয় চন্দ্র নাথ,ধর্ম বিষয়ক সম্পাদক অক্রুরমনি দেবনাথ, সহ ধর্ম বিষয়ক সম্পাদক রাজন রায়, বিপ্লব বিশ্বাস, কাজল আচার্য্য,শুভ দেব,তথ্য ও প্রযুক্তি সম্পাদক জর্নাদন বিশ্বাস, সহ তথ্য ও প্রযুক্তি সম্পাদক রিপন চন্দ্র নাথ, পাপ্পু চন্দ্র চন্দ,নয়ন বিশ্বাসকে মনোনীত করা হয়।

কমিটিতে সদস্য পদে বিধান মালাকার, সৌরভ রায়,কপিল রায়,সুমন রবি দাশ,হৃদয় রায়,তুষার চন্দ্র নাথ,শম্ভু চন্দ্র নাথ, সুকান্ত দাস,সজীব দেব,গৌতম দেব,অপু দেব,অনিক নাগ,সৌরভ সূত্রধর,বিশাল ধর,বিষ্ণু দেব,আশুতোষ দাস,শাওন দাস,মনোহর চন্দ্র দাস,মেনন দেব ইমন মনোনীত হন।

কমিটি ঘোষণা পরবর্তী নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে, নবগঠিত কমিটির নেতৃত্বে সিলেট জেলায় সনাতনী জাগরণ ঘটবে। একই সাথে নির্যাতিত নিপীড়িত জনগণের কল্যানে সর্বদা নবগঠিত এই কমিটির সকলের পাশে থাকবে। নবগঠিত কমিটির সকল নেতৃবৃন্দকে বাংলাদেশ হিন্দু যুব পরিষদ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে গৈরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।