সাংবাদিক এম.এ রহিমের অবস্থা শঙ্কটাপন্ন: দোয়া কামনা

প্রকাশিত: ৫:২১ অপরাহ্ণ, |                          

সিলেটের সিনিয়র সাংবাদিক, দৈনিক জাগ্রত সিলেটের নির্বাহী সম্পাদক ও দৈনিক বায়ান্ন’র ব্যুরো চীফ এম.এ রহিমের অবস্থা শঙ্কটাপন্ন। তিনি নগরীর ইবনেসিনা হাসপাতালের ৮ম তলায় সিসিইউতে ভর্তি আছেন।
শুক্রবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে জাগ্রত সিলেটের অফিসে কর্মরত অবস্থায় তিনি বুকে ব্যাথা অনুভব করতে থাকেন। এসময় পাশর্^বতী একুশে নেটে খবর দিলে দৈনিক শ্যামল সিলেটের স্টাফ রিপোর্টার ও সিলেটপ্রতিদিনের চীফ রিপোর্টার শামীম আহমদ জাগ্রত সিলেটের অফিসে গিয়ে দেখেন তিনি বুকে ব্যাথায় কাতরাচ্ছেন। তাৎক্ষণিক জাগ্রত সিলেটের সম্পাদক শেখ মোর্শেদ ও স্টাফ রিপোর্টার জহির রায়হানকে খবর দিলে তারা এসে সাংবাদিক এম.এ রহিমকে নিয়ে নগরীর সোবহানীঘাটস্থ ইবনে সিনা হাসপাতালে ভর্তি করেন। এসময় কর্তব্যরত চিকিৎসক জানান তিনি হার্ট অ্যাটাক করেছেন। তাৎক্ষনিকভাবে হাসপাতালের জরুরী বিভাগ থেকে তাকে সিসিইউতে স্থানান্তরিত করা হয়।
বর্তমানে তিনি সংকটাপন্ন অবস্থায় রয়েছেন। হার্টে ৯৯% বøক হয়েছে। এ তথ্য জানিয়েছেন এম. এ রহিমের ঘনিষ্টজন ও দৈনিক সিলেটের দিনরাতের সম্পাদক মুজিবুর রহমান ডালিম।
সাংবাদিক এম.এ রহিমের সুস্থতার জন্য তাঁর পক্ষ থেকে সকলের কাছে দোয়া কামনা করেছেন মুজিবুর রহমান ডালিম ও শেখ মোর্শেদ।