সিলেটে কয়েদির আত্মহত্যা: কারারক্ষী বরখাস্ত, ২জনের বিরুদ্ধে বিভাগীয় মামলা

প্রকাশিত: ৫:৪৫ অপরাহ্ণ, জানুয়ারি ১১, ২০২১ | আপডেট: ৫:৪৫:অপরাহ্ণ, জানুয়ারি ১১, ২০২১

সিলেট কেন্দ্রীয় কারাগারের সেলের ভেতরে গ্রিলের সাথে ঝুলে রুবেল মিয়া নামে এক কয়েদি আত্মহত্যা করেছেন। এ ঘটনায় দায়িত্ব অবহেলার দায়ে ছাইনুল হক নামের এক কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। প্রাণ গোপাল ও মো.বদরুল আলম নামের আরও দুই কারারক্ষীর বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে।

এদিকে এই ঘটনার পর তিন সদস্যের একটি তদন্ত কমিটি হয়েছে। ডিআইজি প্রিজন্সকে প্রধান করে এই কমিটি গঠন করা হয়। কারা অধিদপ্তর সিলেট রেঞ্জের ডিআইজি কামাল আহমদকে প্রধান ও দুই সদস্য হলেন-হবিগঞ্জের জেলার ও মৌলভীবাজারের ডেপুটি জেলার। ইতোমধ্যে তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করেছে।